TRENDING:

Sachin Tendulkar Congratulate Virat Kohli: 'আশা করি কয়েক দিনের মধ্যেই আমার রেকর্ড ভাঙবে', কোহলিকে সিংহাসনে দেখার অপেক্ষায় সচিন

Last Updated:

ICC World Cup 2023 India vs South Africa sachin tendulkar tweet goes viral after virat kohli equals his 49th odi Century s record in ODI World Cup 2023: জন্মদিনে কলকাতার ইডেন গার্ডেন্সে হল অপেক্ষার অবসান। ৪৯ তম শতরান করে 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের সঙ্গে একই আসনে বিরাজমান হলেন বিরাট 'কিং' কোহলি। বিরাটকে শুভেচ্ছা জানালেন সচিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এক সময় যার ব্যাটিং দেখার জন্য স্কুল পালিয়ে রাস্তায় দাঁড়িয়ে ম্যাচ দেখতেন। কেউ ভাবতেন পেরেছিল সেই সচিন তেন্ডুলকরের সঙ্গেই একদিন একই আসনে বিরাজমান হবেন বিরাট কোহলি। কিন্তু অদম্য ইচ্ছে শক্তি ও কঠোর পরিশ্রম থাকলে যে সবকিছুই সম্ভব তা আরও একবার প্রমাণ করে দিলেন বিরাট কোহলি।
কোহলিকে সিংহাসনে দেখার অপেক্ষায় সচিন
কোহলিকে সিংহাসনে দেখার অপেক্ষায় সচিন
advertisement

৫ নভেম্বর সেই সচিন তেন্ডুলকরের ওডিআই শতরানের রেকর্ড স্পর্শ করে ফেললেন বিরাট কোহলি। তাও আবার নিজের জন্মদিনে ছোট বেলা থেকে দেখা স্বপ্নপূরণ হল বিরাটের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে এল বিরাট কোহলির বহু প্রতীক্ষিত ৪৯ তম শতরান। বিশেষ দিনে কোহলিকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকরও।

বিরাট কোহলির সেঞ্চুরির পর এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সচিন তেন্ডুলকর লেখেন,”দারুণ খেলেছেন বিরাট। এই বছরের শুরুতে আমার ৪৯ থেকে ৫০ যেতে পুরো ৩৬৫ দিন লেগেছে। আমি আশা করি তুমি ৪৯ থেকে ৫০-এ আগামী কয়েক দিনের মধ্যে যাবে ও আমার রেকর্ড ভেঙে দেবেন। অভিনন্দন!!” সচিনের এই পোস্ট এদিন নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ঝড় তোলে।

advertisement

advertisement

আরও পড়ুনঃ CM Mamata Banerjee Wish Virat Kohli on his Birthday: শহর জুড়ে শুধুই কোহলি! জন্মদিনে বিরাটকে অভিনব পদ্ধতিতে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রসঙ্গত, এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাপের মুহূর্তে ফের একবাপ ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন বিরাট কোহলি। ১১৯ বলে নিজের শতরান পূরণ করেন কোহলি। এদিন শতরান করে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করেননি বিরাট। অনেক বেশি ধীর-স্থির দেখিয়েছে কোহলিকে। আবেগ প্রবণ হয়ে পড়েন তিনি। ১০১ রান করে অপরাজিত থাকেন বিরাট। সচিনের শুভেচ্ছা পেয়ে খুশি কোহলি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Sachin Tendulkar Congratulate Virat Kohli: 'আশা করি কয়েক দিনের মধ্যেই আমার রেকর্ড ভাঙবে', কোহলিকে সিংহাসনে দেখার অপেক্ষায় সচিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল