৫ নভেম্বর সেই সচিন তেন্ডুলকরের ওডিআই শতরানের রেকর্ড স্পর্শ করে ফেললেন বিরাট কোহলি। তাও আবার নিজের জন্মদিনে ছোট বেলা থেকে দেখা স্বপ্নপূরণ হল বিরাটের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে এল বিরাট কোহলির বহু প্রতীক্ষিত ৪৯ তম শতরান। বিশেষ দিনে কোহলিকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকরও।
বিরাট কোহলির সেঞ্চুরির পর এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সচিন তেন্ডুলকর লেখেন,”দারুণ খেলেছেন বিরাট। এই বছরের শুরুতে আমার ৪৯ থেকে ৫০ যেতে পুরো ৩৬৫ দিন লেগেছে। আমি আশা করি তুমি ৪৯ থেকে ৫০-এ আগামী কয়েক দিনের মধ্যে যাবে ও আমার রেকর্ড ভেঙে দেবেন। অভিনন্দন!!” সচিনের এই পোস্ট এদিন নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ঝড় তোলে।
advertisement
প্রসঙ্গত, এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাপের মুহূর্তে ফের একবাপ ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন বিরাট কোহলি। ১১৯ বলে নিজের শতরান পূরণ করেন কোহলি। এদিন শতরান করে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করেননি বিরাট। অনেক বেশি ধীর-স্থির দেখিয়েছে কোহলিকে। আবেগ প্রবণ হয়ে পড়েন তিনি। ১০১ রান করে অপরাজিত থাকেন বিরাট। সচিনের শুভেচ্ছা পেয়ে খুশি কোহলি।