এমনিতেই চোটের কারণে বিশ্বকাপে অনিশ্চিৎ হয়ে পড়েছেন হার্দিক পান্ডিয়া। কবে তিনি দলে ফিরবেন তা নিয়ে কোনও নিশ্চিয়তা এখনও পর্যন্ত নেই। এরই মধ্যে ইংল্যান্ড ম্যাচের আগের দিন অনুশীলনে চোট পেলেন রোহিত শর্মা। শনিবার একানা স্টেডিয়ামে রোহিত ব্যাটিং অনুশীলনের সময় কবজিতে চোট পান। চোট লাগতেই নেট ছেড়ে বেরিয়ে যান রোহিত শর্মা।
চোট লাগার পর তড়িঘড়ি ফিজিওর কাছে যান ভারত অধিনায়ক। ফিজিও তার চোট খতিয়ে দেখেন। রোহিতের চোটের খবর সামনে আসতেই জল্পনা শুরু হয়েছে যে আদৌ রেহিত শর্মা ইংল্যান্ড ম্যাচে খেলবেন কিনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চোট খুব একটা গুরুতর নয়। যদিও ভারতীয় দলের থেকে রোহিতের চোট সম্পর্কে এখনও কোনও আপডেট মেলেনি।
advertisement
চলতি বিশ্বকাপে রোহিত শর্মা দারুণ ফর্মে রয়েছেন। ৫ ম্যাচে ৩১১ রান বানিয়েছেন হিটম্যান। ১টি করে শতরান ও ১ টি অর্ধশতরান হাঁকিয়েছেন রোহিত। এছাড়া অস্ট্রেলিয়া ম্যাচ বাদ দিলে প্রতি ম্যাচেই রান পেয়েছেন হিটম্যান। তবে ইংল্যান্ড ম্যাচের আগে রোহিত শর্মার চোটের খবর চিন্তা বাড়িয়েছে ভারতীয় ফ্যানেদের।