ফাইনাল হারের পর পুরস্কার বিতরন অনুষ্ঠানে এসে রোহিত শর্মা বলেন,”ফাইনালের ফলাফল আমাদের পক্ষে আসেনি। আমাদের পারফরম্যান্সও ভাল ছিল না। তবে টুর্নামেন্টে আমাদের পারফরম্যান্সে আমি গর্বিত। আমাদের এই ম্যাচটা জেতা উচিত ছিল। আমরা যদি ব্যাট হাতে আরও ২০-৩০ রান করতে পারতাম, তাহলে ফলাফল অন্যরকম হতো। রাহুল ও কোহলি যখন ব্যাটিং করছিলেন, তখন আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা ২৭০-২৮০ রান করতে পারব। কিন্তু টানা উইকেট হারিয়ে তা আর সম্ভব হয়নি।”
advertisement
এছাড়াও রোহিত শর্মা আরও বলেন,”২৪০ রান নিয়ে লড়াই করতে নেমে শুরুতেই উইকেট নিয়ে আমরা ভাল শুরু করেছিলাম। তবে ট্রেভিস হেড ও মার্নাস লাবুশেনের জুটি ভাল ব্যাটিং করেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় পিচের চরিত্রও অনেকটা পাল্টে গিয়েছিল। তবে তা আমাদের পরাজয়ের কারণ বলে আমি অজুহাত দেব না। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি তাই হেরেছি। তবে এই দল যেভাবে খেলেছে তাতে আমি গর্বিত।” একইসঙ্গে ফাইনালে হারের পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন রোহিত শর্মা।
প্রসঙ্গত, এবার বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করে ২৪০ রানে অলআউট হয়ে যায় ভারত। কেএল রাহুল ৬৬, বিরাট কোহলি করেন ৫৪ ও রোহিত শর্মা ৪৭ রান করেন। রান তাড়া করতে নেমে ট্রেভিস হেডের শতরান ও মার্নাস লাবুশানের অর্ধশতরানে ভর করে সহজ জয় পেল ব্যাগি গ্রিনরা। ১৩৭ রান করেন হেড ও ৫৮ করেন লাবুশানে। ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে গিয়েছে অস্ট্রেলিয়া।
