আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। শুরুটা ভাল করলেও বড় পার্টনারশিপ করতে পারেননি দুই ব্রিটিশ ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শুরুতে জনি বেয়ারস্টোর ৩৩ রানের ইনিংসের পর মাঝের দিকে দলকে একা টানেন অভিজ্ঞ জো রুট।
advertisement
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ | ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ | বিশ্বকাপ ২০২৩
হ্যারি ব্রুক ও জস বাটলারের ছোট কিন্তু কার্যকরী পার্টনারশিরপ গড়েন জো রুট। নিজের অর্ধশতরান করেন জো রুট। মাঝে ৪৩ রানের ইনিংস খেলেন জস বাটলার। একসময় ২৫২ রানে ৯ উইকেট পরে গিয়েছিল ইংল্যান্ডের। পুরো ওভার ব্যাট করতে পারবে কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে শেষ উইকেটে ৩০ রান যোগ করে লড়াই করার মত জায়গায় পৌছয় ইংল্যান্ড।
আরও পড়ুনঃ ICC World Cup 2023: মাঠে আগুন থেকে কোচ খুন! বিশ্বকাপের ৭ মহা বিতর্ক, যা লজ্জার-কলঙ্কের
শেষ পর্যন্ত আদিল রাশিদ ও মার্ক উড ইপরাজিত থাকেন। ২৮২ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। নিউজিল্যন্ডের হয়ে এদিন সর্বোচ্চ ৩টি উইকেট নেন ম্যাট হেনরি। এছাড়া ২টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফ্লিপস। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের টার্গেট ২৮৩।