প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপুটে ৪২১ রান করে ওয়েস্ট ইন্ডিজ বুঝিয়ে দিয়েছে যে কাপ যুদ্ধে নামার আগে তারা সম্পূর্ণভাবে প্রস্তত ৷ ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই টিমের মধ্যে গ্যারি সোবার্স-লয়েডের সময়ের ওয়েস্ট ইন্ডিজের ছায়া দেখা যাচ্ছে ৷ তাই কাপ জয়ের দৌড়ে ক্যারিবিয়ানদের এগিয়েই রাখছেন তারা ৷
advertisement
ওয়েস্ট ইন্ডিজের শক্তি
অধিনায়ক জেসন হোল্ডারের নেতৃত্বে ৩১ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ ৷ বিশ্বকাপ টিমে রয়েছে আন্দ্রে রাসেল ও ক্যারিবিয়ান জায়েন্ট ক্রিস গেইল ৷ আইপিএল-এ রাসেল ও রানমেশিন গেইলের দুরন্ত প্রদর্শনে ব্যাটিং লাইন আপ নিয়ে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ ৷ এছাড়া দলে অলরাউন্ডারের সংখ্যাও প্রচুর ৷ শেষ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স ও বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে আত্মবিশ্বাস তুঙ্গে ক্যারিবিয়ানদের ৷
শুধু ব্যাটিং নয়, ওয়েস্ট ইন্ডিজের বোলিং টিমও যথেষ্ট শক্তিশালী ৷ অফ স্পিনার অ্যাশলে নার্সের উপর দলের স্পিন আক্রমণের দায়িত্ব ৷ এছাড়া কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, ওশেন থমাস, শেল্ডন কটরেলের সাম্প্রতিক পারফরম্যান্সও যথেষ্ট আশাপ্রদ ৷
একইসঙ্গে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অভিজ্ঞতাও এগিয়ে রাখছে এই টিমকে ৷
দুবর্লতা
বিশ্বকাপ টিমের প্লেয়ারদের এই শেষ এক বছরে দেশের হয়ে খেলার অভিজ্ঞতা কম ৷ বিশ্বের বিভিন্ন লিগে ক্লাব বা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন রাসেল, গেইলের মতো সেরা ক্যারিবিয়ান প্লেয়াররা ৷
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের টিম খুঁটিয়ে দেখলে দেখা যাবে, গেইল, রাসেল, হোল্ডারের মতো দু’তিনজন প্লেয়ারের ওপর অতিরিক্ত নির্ভরতা দলকে আদতে দুর্বল করছে ৷
৫০ ওভারের থেকে টি-টোয়েন্টি ম্যাচ বেশি খেলার অভ্যেস এদের বিপক্ষে কাজ করতে পারে ৷
নজরে থাকবেন যারা (key player)
আন্দ্রে রাসেল
ক্রিস গেইল
জেসন হোল্ডার
কেমার রোচ
শ্যানন গ্যাব্রিয়েল
ওশেন থমাস
শেল্ডন কটরেল