বিশ্বকাপ শুরু হওয়ার আগে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১-৪ ব্যবধানে একদিনের সিরিজ হেরেছিল ভারতের মেয়েরা। ফলে শক্তিতে কিউই মহিলা দল অনেকটাই এগিয়ে জানা ছিল। আজ ভারতের পারফরম্যান্সে বল হাতে পূজা বস্ত্রকার এবং ব্যাট হাতে হরমানপ্রীত কউর ছাড়া সকলেই ব্যর্থ। ম্যাচ শেষে মিতালি রাজ বললেন, নিউজিল্যান্ডকে পরপর দুটি উইকেট ফেলে দেওয়ার পরেও ম্যাচে কামব্যাক করার সুযোগ দেওয়া হয়েছে। এমিলিয়া কের এবং সাথারওয়াইটের জুটি ভাঙতে না পারার ব্যর্থতা ভুগিয়েছে ভারতকে।
advertisement
আরও পড়ুন - Jhulan Goswami: মহিলা বিশ্বকাপে ইতিহাস বাংলার ঝুলন গোস্বামীর ! ছুঁয়ে ফেললেন বিশ্বরেকর্ড
তবুও তিনি মনে করেন ২৬০ রান তাড়া করা অসম্ভব ছিল না। কিন্তু টপ অর্ডার এবং মিডল অর্ডারে অন্তত দুজনকে বড় রান করতে হত। আজ ওপেনিং জুটিতে ব্যর্থ ভারত। মিতালি ৩১ রান করলেও সেটা কখনই ম্যাচ জেতানোর ক্ষেত্রে যথেষ্ট ছিল না। মিতালিকে দেখে মনে হয়েছে দলের স্বার্থে নয়, তিনি নিজের রেকর্ড বানানোর জন্য রান করছেন। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৬ বল খেলে ৯ রান করেছিলেন। আজ ৩১ করতে নিলেন ৫৬ বল।
তাছাড়া সেট হয়ে গিয়েও দলের অধিনায়ক হিসেবে তার উচিত ছিল খেলাটাকে অন্তত যত বেশি টেনে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা করা। কিন্তু আজও ডাহা ফেল মিতালি। একইভাবে দীপ্তি শর্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ জঘন্য পারফর্ম করেছেন। মিতালি মনে করেন ব্যাটিং দুর্বলতা সামলাতে না পারলে ভারতের পক্ষে ভাল কিছু আশা করা মুশকিল।
কারণ টুর্নামেন্ট যত এগোবে, তত কঠিন বোলারদের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। সবচেয়ে বড় কথা ভারতীয় ব্যাটিংয় ফিনিশার নেই এই দলে। তাড়াতাড়ি এই জায়গায় উন্নতি করতে না পারলে এই বিশ্বকাপে আশা নেই ভারতের মেয়েদের। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ ভারতের।