আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ ভারত অধিনায়ক হরমনপ্রীত কউরের কাছে স্পেশাল। কারণ এটি হরমনপ্রীতের ১৫০ তম ম্যাচ। টস জিতে হরমনপ্রীত বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করব। পিচটাকে দেখে হার্ড এবং ড্রাই মনে হচ্ছে। আমরা অনেকেই রান পাইনি, আমাদের নিজেদের প্রকাশ করতে হবে। রাধার জায়গায় পারফর্ম করবেন দেবিকা। এটা (১৫০টি টি-টোয়েন্টি খেলা) মানে অনেক, আমি আমার সতীর্থদের কাছ থেকে একটি আবেগপূর্ণ বার্তা পেয়েছি। বিসিসিআই এবং আইসিসিকে ধন্যবাদ, আমরা এতগুলো ম্যাচ খেলতে পেরেছি।’
advertisement
আরও পড়ুনঃ Viral Video: অনুষ্কা শর্মা নয়, 'বিরাট কোহলিকে' ঠোট ঠাসা চুমু এক তরুণির, ভাইরাল ভিডিও
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে রয়েছেন, শেফালি ভার্মা, স্মৃতি মন্ধনা, জেমিমা রড্রিগেজ, হরমনপ্রীত কউর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, দেবীকা বৈদ্য, পুজা বস্ত্রাকার, শিখা পাণ্ডে, রাজেশ্বরী গায়কোয়াড়, রেণুকা সিং।