কারণ এর আগে বিশ্ব মঞ্চে দুটি বড় ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় মহিলা দলকে। ২০২০ সালে প্রথম টি-২০ বিশ্বকারে গ্রুপ পর্বে অজিদের হারালেও ফাইনালে দাঁড়াতে পারেনি ভারত। আর গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ফাইনালেও অজিদের বিরুদ্ধেই হারতে হয়েছিল ভারতীয় দলকে। ফলে প্রোটিয়াভূমে এবারের সেমি ফাইনাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া ফাইনাল হারের বদলার ম্যাচ।
advertisement
সেমি ফাইনালের আগে ভারতীয় দলকে যে বিষয়টা একটু হলেও ভাবাচ্ছে তা হল ব্যাটিং অর্ডারের ধারাবাহিকতার অভাব। স্মৃতি মন্ধনা ও রিচা ঘোষ ছাড়া ফর্ম ওঠা-নামা করেছে হরমনপ্রীত কউর, জেমাইমা রড্রিগেজ, শেফালি ভার্মাদের। তবে বড় ম্যাচে বরাবার কথা বলেছে হরমনপ্রীতের ব্যাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান করার জন্য মুখিয়ে রয়েছেন ভারত অধিনায়ক। এছাড়া বোলিং লাইনে রেণুকা সিং, শিখা পাণ্ডে, রাধা যাদব, দীপ্তি শর্মাদের ফর্ম ভরসা দিচ্ছে দলকে। ট্রফি জয় থেকে ব্যবধান মাত্র ২ ম্যাচেরষ তাই ২ ফাইনাল হারের ব্যর্থতা ভুলে দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস লিখতে বদ্ধপরিকর মহিলা টিম ইন্ডিয়া।
আরও পড়ুনঃ Lionel Messi: পরের বিশ্বকাপ খেলবেন লিওনেল মেসি! বড় আপডেট দিলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি
অরপরদিকে, মহিলা অস্ট্রেলিয়া দল যে কতটা শক্তিশালী তা নতুন করে বার অপেক্ষা রাখে না। গ্রুপ পর্বে একশো শতাংশ জয়ের রেকর্ড নিয়ে শেষ চারের ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং অবশ্য সেমি ফাইনালে নিজেদের ফেভারিট মানতে নারাজ। ব্যাটিং-বোলিং বিভাগে একাধিক ক্রিকেটার রয়েছে যারা একাই ম্যাচের রং পাল্টে দিতে পারে। বেথ মুনি, মেগ ল্যানিং, অ্যাশলে গার্ডনার, ,তাহিলা ম্যাকগ্রা সমৃদ্ধ অজি ব্যাটিং লাইন। বোলিংয়েও রয়েছে ডার্সি ব্রাউন, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, এলিস পেরির মত অলরাউন্ডার। ফলে নিজেদের ফেভারিট না মানলেও খাতায় কলমে কিছুটা এগিয়ে অজিরা।
বিশ্বকাপের সেমি ফাইনালের মত মেগা ম্যাচে খাতায় কলমে দুই দলের শক্তির বিচার করলেও অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে থাকলেও দলগত শক্তিতে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ভারত অধিনায়ক। ফলে কেপটাউনে মহিলা টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।