TRENDING:

IND vs AUS: সেমি ফাইনালের আগে ভারতীয় দলে বড়ে ধাক্কা, বড় ম্যাচে অনিশ্চিৎ দুই তারকা

Last Updated:

IND vs AUS: মহিলা টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে আজ মহারণ। ২২ গজে আরও একবার মহিলা ক্রিকেটের দুই শক্তিধর দেশ ভারত ও অস্ট্রেলিয়া। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেপটাউন: মহিলা টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার মহারণের আগে টিম ইন্ডিয়ায় খারাপ খবর। জোর ধাক্কা খেতে হতে পারে ভারতীয় মহিলা দলকে। কারণ সেমি ফাইনালে নাও খেলতে পারেন অধিনায়ক হরমনপ্রীত কউর। শুধু অধিনায়ক নয়, পেসার-অলরাউন্ডার পুজা বস্ত্রকরের খেলা নিয়েও প্রশ্ন চিহ্ন রয়েছে। শরীর খারাপের কারণেই হরমনপ্রীত কউর ও পুজা বস্ত্রকরেরর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
ভারতীয় মহিলা ক্রিকেট দল
ভারতীয় মহিলা ক্রিকেট দল
advertisement

এমনিতেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-২০ বিশ্বকাপে খুব একটা ছন্দে পাওয়া যায়মি হরমনপ্রীত কউর ও পুজা বস্ত্রকরকে। কিন্তু বড় ম্যাচে সবসময় কথা বলেছে হরমনের ব্যাট। কিন্তু সেমি ফাইনালের আগে দুজনেরই শরীর খারাপ বলে জানা গিয়েছে। এমনকী ম্যাচের আগের দিন অসুস্থতার কারণে হরমনপ্রীত কউর ও পুজা ব্স্ত্রকরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার সন্ধ্যায় তাদের হাসপাতাল থেকে ছাড়া হয়। তবে দুজন সেমি ফাইনালে খেলবেন কিনা সেই বিষয়ে ম্যাচের আগে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

advertisement

আরও পড়ুনঃ Lionel Messi: আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না মেসিকে! বড় সিদ্ধান্ত নিতে হতে পারে বিশ্বজয়ীকে

টি-২০ বিশ্বকাপের চার ম্যাচে হরমনপ্রীত কউর করেছেন ৬৬ রান ও পুজা বস্ত্রকর নিয়েছেন ২ উইকেট। তবে অধিনায়ক যদি না খেলতে পারে তা দলের পক্ষে বড় ধাক্কা হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পাশাপাশি ভারতীয় মহিলা দলের ব্যাটিং লাইনের মিডল অর্ডারে বড় স্তম্ভ হরমনপ্রীত কউর। একান্ত যদি দুজন না খেলতে পারেন তাহলে এখনও পর্যন্ত টিম সূত্রে যা খবর তাতে হরমনপ্রীত কউরের পরিবর্তে খেলতে পারেন হার্লিন দেওয়ল ও পুজা বস্ত্রকরের বদলে খেলতে পারেন বাঁহাতি পেসার অঞ্জলি শর্বাণী।

advertisement

প্রসঙ্গত, বিশ্বকাপের সেমি ফাইনালের মত মেগা ম্যাচে খাতায় কলমে দুই দলের শক্তির বিচার করলে অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে। তবে যে কোনও পরিস্থিতিতে দলগত শক্তিতে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত ভারতীয় দল। ফলে কেপটাউনে মহিলা টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: সেমি ফাইনালের আগে ভারতীয় দলে বড়ে ধাক্কা, বড় ম্যাচে অনিশ্চিৎ দুই তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল