আরও পড়ুন-টেস্ট ক্রিকেটেও এবার নো বলে ফ্রি হিটের নিয়ম চালুর প্রয়োজন: ডেল স্টেইন
প্রয়োজনীয় ভিসা পেতে দেরি হওয়ায় ওয়েস্ট ইন্ডিজে পৌঁছতে দেরি হয়ে যায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ৷ করোনা পরিস্থিতিতে সব দলকেই টুর্নামেন্ট শুরুর আগে কোয়ারেন্টাইনে থাকাটা বাধ্যতামূলক ৷ সেই নিয়মে আফগানিস্তান দল অনেক দেরিতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছনোয় টুর্নামেন্টের সূচিতেই রদবদল ঘটাতে হল ৷
advertisement
আরও পড়ুন-বিয়েতে কনের নাচের গান পছন্দ হয়নি, তাতেই তালাক দিলেন সদ্য বিবাহিত স্বামী!
১৬ জানুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু আফগান দল দেরিতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছনোয় সেই ম্যাচ পিছিয়ে ২২ জানুয়ারি করা হয়েছে। ফলে আফগানিস্তান যে গ্রুপে রয়েছে, সেই গ্রুপ সি-তে আরও কয়েকটি ম্যাচের দিন বদলেছে। আইসিসি-র তরফে ট্যুইট করে টুর্নামেন্টের সূচিতে বেশ কিছু বদলের বিষয়টি জানানো হয় ৷ কারণ নিয়ম অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে নিভৃতবাসে থাকতেই হবে সব দলকে ৷
টুর্নামেন্টের সূচি বদলে যা হল-
15 January - Zimbabwe v PNG Queens Park Oval. Rescheduled from 20 January.
17 January - Pakistan v Zimbabwe - Diego Martin Sporting Complex. Rescheduled from 22 January.
18 January - Afghanistan v PNG - Diego Martin Sporting Complex. Unchanged.
20 January - Pakistan v Afghanistan - Brian Lara Cricket Ground. Unchanged.
22 January - Pakistan v PNG - Queens Park Oval. Rescheduled from 15 January
22 January - Afghanistan v Zimbabwe - Diego Martin Sporting Complex. Rescheduled from 16 January.