TRENDING:

ICC World Cup 2023: প্যাট কামিন্স ও ট্র্যাভিস হেড ভাবতেও পারেননি, বিশ্বকাপ জেতার পর আইসিসি এরকম ঝটকা দেবে

Last Updated:

ICC World Cup 2023: ফাইনালে ওপেনার ব্যাটসম্যান ট্র্যাভিস হেড ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে সহজ জয়ে পৌঁছে দেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই:  অস্ট্রেলিয়া প্যাট কামিন্সের নেতৃত্বে ২০২৩ সালের বিশ্বকাপ জিতেছে। ফাইনালে ওপেনার ব্যাটসম্যান ট্র্যাভিস হেড ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে সহজ জয়ে পৌঁছে দেন। ম্যাচের সেরা ক্রিকেটারও হন তিনি। কিন্তু কামিন্স থেকে হেড সবাইকে চমকে দিয়েছে আইসিসি। বিশ্বকাপ শেষে টিম অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করেছে আইসিসি। আর সেখানে ঠাঁই হয়নি কামিন্স ও হেডের৷
আইসিসি-র টিম অফ দ্য টুর্নামেন্ট - Photo- AP
আইসিসি-র টিম অফ দ্য টুর্নামেন্ট - Photo- AP
advertisement

আইসিসি -র নির্বাচিত দলে অধিনায়ক হয়েছে   করা হয়েছে বিশ্বকাপ ফাইনালে পরাজিত অধিনায়ক রোহিত শর্মাকে। একাদশে জায়গা পেয়েছেন ভারতের ৬ জন ক্রিকেটার। যেখানে অস্ট্রেলিয়ার মাত্র ২ জন ক্রিকেটার এই দলে জায়গা পেয়েছেন৷

আরও পড়ুন – World Cup Trophy: দম্ভের চুড়োয় অজি ক্রিকেটার, বিশ্বকাপের মাথায় পা রেখেই বিশ্রাম, ভাইরাল

advertisement

আইসিসি তাদের দলের ওপেনিং স্লটে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এবং রোহিত শর্মাকে বেছে নিয়েছে। ডি কক ২০২৩ বিশ্বকাপে ৪ টি  শতরানের সাহায্যে ৫৯৪ রান করেছেন। এবারের বিশ্বকাপে তাঁর সর্বোচ্চ রান ১৭৪৷   ঘরের  মাঠে আয়োজিত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা করেন ৫৯৭ রান। তাঁর স্ট্রাইক রেট  ১২৬।

তিন নম্বরে স্লটটি পেয়েছেন বিরাট কোহলি। ৩টি সেঞ্চুরির সাহায্যে টুর্নামেন্টে সর্বোচ্চ ৭৬৫ রান করেন কোহলি। প্রথমবারের মতো, একজন ব্যাটসম্যান বিশ্বকাপের এক মরশুমে ৭০০-এর বেশি রান করতে সফল হন। তিনি পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

advertisement

দলে আছেন কেএল রাহুলও

নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল আইসিসি একাদশে জায়গা পেয়েছেন, তিনি রয়েছেন ৪ নম্বরে ফাইনালে লড়াকু ইনিংস খেলা কেএল রাহুল রয়েছেন ৫ নম্বরে। মিচেল ৫৫২ রান এবং রাহুল ৪৫২ রান করেন। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ৬ নম্বরে ছিলেন। ২০২৩ সালের বিশ্বকাপে মাত্র ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিশতরান করেন ম্যাক্সওয়েল। এছাড়াও দলে জায়গা করে নিয়েছেন রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, দিলশান মধুশঙ্কা, অ্যাডাম জাম্পা ও মহম্মদ শামি। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছেন মহম্মদ শামি৷ টুয়েলভথ ম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার জেরার্ড কোয়েৎজিকে জায়গা দেওয়া হয়েছে।

advertisement

আইসিসি টিম অফ দ্য টুর্নামেন্ট

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কুইন্টন ডি কক, রোহিত শর্মা, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, কেএল রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, দিলশান মধুশঙ্কা, অ্যাডাম জাম্পা এবং মহম্মদ শামি।

বাংলা খবর/ খবর/খেলা/
ICC World Cup 2023: প্যাট কামিন্স ও ট্র্যাভিস হেড ভাবতেও পারেননি, বিশ্বকাপ জেতার পর আইসিসি এরকম ঝটকা দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল