World Cup Trophy: দম্ভের চুড়োয় অজি ক্রিকেটার, বিশ্বকাপের মাথায় পা রেখেই বিশ্রাম, ভাইরাল

Last Updated:

World Cup Trophy: মিচেল মার্শের এই ছবিটি এক্স অ্যাকাউন্টে কোনও অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট হয়নি, এবং News 18 Bangla  এই ভাইরাল ফটোটির কোনও সত্যতা যাচাই করেনি।

কপিল ও মার্শের ছবি পাশাপাশি দিয়ে উত্তাল সমালোচনা নেটিজেনদের- Photo Courtesy- X Account
কপিল ও মার্শের ছবি পাশাপাশি দিয়ে উত্তাল সমালোচনা নেটিজেনদের- Photo Courtesy- X Account
আহমেদাবাদ: রবিবার ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে রোহিত এন্ড কোংকে হারিয়ে অস্ট্রেলিয়া কোটি কোটি ভারতীয় ক্রিকেট ভক্তের হৃদয় ভেঙে দিয়েছে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া ষষ্ঠবার ক্রিকেট বিশ্বকাপ জয় করল৷ বিশ্বের যে কোনও দলের থেকে অনেক বেশিবার এখন তারা চ্যাম্পিয়ন। ট্রফি নিয়ে অজি ক্রিকেটারদের নানারকম ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে৷ বেশ কিছু ছবি ভাইরালও হয়েছে৷
এরইমধ্যে এক্স (পূর্বে ট্যুইটার)  একটি ছবি ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল মার্শ বিশ্বকাপ ট্রফির মাথায় পা তুলে দিয়ে বিশ্রাম নিচ্ছেন।
advertisement
ছবিটি দেখার পরেই নেটিজেনরা বেশ রেগে গেছেন৷  তাদের মূল বক্তব্য অস্ট্রেলিয়া হয়ত ক্রিকেটের সবচেয়ে বড় ট্রফি জিতেছে, কিন্তু সম্মান নয়।বিভিন্ন হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া ছবিটিতে, মার্শকে তাঁর পা ছড়িয়ে শরীর সোফায় এলিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে ৷ যেভাবে বিশ্বকাপের মাথায় তিনি পা রেখেছেন তাতে মনে হচ্ছে বিশ্ব তাঁর পদানত৷
advertisement
এদিকে মিচেল মার্শের এই ছবিটি এক্স অ্যাকাউন্টে কোনও অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট হয়নি, এবং News 18 Bangla  এই ভাইরাল ফটোটির কোনও সত্যতা যাচাই করেনি। এমনকি মার্শ বা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এখনও তোলপাড় করা এই ফটো নিয়ে কোনও বিবৃতি দেয়নি৷
advertisement
কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিতে সেই ছবিই যথেষ্ট।
এক নেটিজেন কপিলদেবের একটি মাথায় বিশ্বকাপ নিয়ে ফটো দিয়েছিলেন ১৯৮৩ বিশ্বকাপের বিজয়ী মুহূর্তটি পোস্ট করেছেন যেখানে কপিল দেবকে তার মাথায় ট্রফি রাখতে দেখা গেছে। “আমাদের সংস্কৃতি এবং তাদের মধ্যে পার্থক্য,” – এমন একজন নেটিজেন লেখেন৷
আরেক নেটিজেন লিখেছেন, “অজিদের কিছু যায় আসে না, তারা আমাদের মতো জিনিসগুলি দেখে না। এগিয়ে যান, চিন্তা করার জন্য আরও ভাল জিনিস রয়েছে৷’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
World Cup Trophy: দম্ভের চুড়োয় অজি ক্রিকেটার, বিশ্বকাপের মাথায় পা রেখেই বিশ্রাম, ভাইরাল
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement