রবিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান ম্যাচ জিতে যায়৷ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সুপার ১২ স্টেজে সব ম্যাচ অপরাজিত থাকল৷ শোয়েব মালিকের (Shoaib Malik) ১৮ বলে ৫৪ রান করেন তিনি৷ সানিয়া মির্জা স্বামী গর্বে গর্বিতা হয়ে ব্যাপক নাচানাচি করেন৷ দেখে নিন কীভাবে সানিয়া মির্জা (Sania Mirza) স্বামী শোয়েব মালিকের (Shoaib Malik) জন্য সেলিব্রেশন করেন৷ দেখে নিন সেই সমস্ত মুহূর্তের ছবিগুলি৷
advertisement
সানিয়া মির্জার সেই সব ছবি ভাইরাল (Viral) হয়েছে৷
‘‘হ্যাঁ আমরা ভালো ফর্ম্যাটে কিন্তু আমি আমার পারফরম্যান্স ধারাবাহিক করতে চাই দলের জন্য৷ বাকি আমি ফিট করছি৷ বড় ম্যাচের জন্য আমরা যাচ্ছি৷ আমাদের সেরাটা দিতে চাই৷ ’’ মালিক ম্যাচের শেষের সাংবাদিক সম্মেলনে এই খবর দেন৷
মালিক শারজাতে বলেন, ‘‘আমরা যেমন আগের খেলায় দেখছি তেমনিই শুরুর উইকেট হারানো হবে না৷ তাহলে রান তাড়া করা সম্ভব হবে৷ আমাদের ড্রেসিং রুমে এই নিয়ে আলোচনা করছি৷ অন্তত ১৫০ রান করতেই হবে আর দেখতে হবে খুব বেশি উইকেট যেন না হারাই৷
শারজা ভ্যেনু আর পাঁচটা ভ্যেনুর থেকে আলাদা৷ মালিক বলেছেন, ‘‘এই স্ট্রিপে আমরা খেললে, এই গোলে পৌঁছনোর জন্য দুটি বল দেখে নাও, তারপর খেলতে শুরু করব৷ এই ট্র্যাকে ৬-৮ বল তারপর খেলতে শুরু করে৷ জয়টা বড় বিষয়৷ আমাদের ভিতরে আত্মবিশ্বাস রয়েছে এই টুর্নামেন্টের জন্য৷ ’’