বাবর আজমরা এই ম্যাচ জেতায় কিছুটা সুবিধা হল ভারতেরও ৷ কারণ নিউজিল্যান্ড জিতলে এই গ্রুপের অঙ্কটা আরও কঠিন হওয়ার সম্ভাবনা ছিল ৷ আপাতত যা অবস্থা, তাতে রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচই গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে ৷ কারণ ওই ম্যাচে যে দল হারবে, তাদের গ্রুপ বি থেকে সেমিফাইনালে ওঠার আশাও প্রায় শেষ হয়ে যাবে (India vs New Zealand) ৷
advertisement
মঙ্গলবার নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ বি-তে শীর্ষ স্থান ধরে রাখল পাকিস্তান। দুই ম্যাচ খেলে তাদের পয়েন্ট চার। এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করেই ফেললেন বাবররা। গ্রুপ বি-তে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড ছাড়া বাকি তিন দল হল আফগানিস্তান, নামিবিয়া এবং স্কটল্যান্ড। ভারতীয় সমর্থকরা ধরেই নিয়েছেন, এই তিন দলের বিরুদ্ধে অনায়াসে জিতবে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। তাই সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মূলত এই গ্রুপ থেকে রয়েছে এই তিন প্রধান দলই ৷
আরও পড়ুন-ভারতীয়দের মধ্যে রিজওয়ানের নামাজ পড়া নিয়ে বিতর্কিত মন্তব্য ওয়াকার ইউনুসের
যদিও ভুলে গেলে চলবে না ৷ আফগানিস্তানও দারুণ ছন্দে রয়েছে ৷ যে কোনও দিন অঘটন ঘটানোর ক্ষমতা রাখেন রশিদ খানরাও ৷ কিন্তু সে সবে এখন মন নেই ভারতীয় সমর্থকদের ৷ সবার নজর এখন ৩১ অক্টোবর ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকেই ৷ কারণ টুর্নামেন্টে টিকে থাকতে ওই ম্যাচে জেতা ছাড়া আর কোনও উপায় নেই এখন বিরাট কোহলিদের সামনে ৷