TRENDING:

T20 World Cup: হারলেই বিদায় প্রায় নিশ্চিত ! রবিবার ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ এখন মরণ-বাঁচনের

Last Updated:

India-New Zealand match will be the decider match: পাকিস্তান নিউজিল্যান্ডকে হারানোয় কিছুটা সুবিধা হল ভারতেরও ৷ কারণ নিউজিল্যান্ড জিতলে এই গ্রুপের অঙ্কটা আরও কঠিন হওয়ার সম্ভাবনা ছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: নিউজিল্যান্ড কিছুদিন আগেই পাকিস্তান (Pakistan vs New Zealand) সফর বাতিল করেছিল ৷ পাকিস্তানে পৌঁছেও দেশে ফিরে গিয়েছিল তারা ৷ ব্ল্যাক ক্যাপসদের এই আচরণ একেবারেই মেনে নিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) ৷ মঙ্গলবার শারজায় উইলিয়ামসনদের হারিয়ে তাই ভালোমতোই তার বদলা নিতে সফল পাকিস্তান ৷
Photo: BCCI
Photo: BCCI
advertisement

বাবর আজমরা এই ম্যাচ জেতায় কিছুটা সুবিধা হল ভারতেরও ৷ কারণ নিউজিল্যান্ড জিতলে এই গ্রুপের অঙ্কটা আরও কঠিন হওয়ার সম্ভাবনা ছিল ৷ আপাতত যা অবস্থা, তাতে রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচই গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে ৷ কারণ ওই ম্যাচে যে দল হারবে, তাদের গ্রুপ বি থেকে সেমিফাইনালে ওঠার আশাও প্রায় শেষ হয়ে যাবে (India vs New Zealand) ৷

advertisement

আরও পড়ুন- New Zealand-র বিরুদ্ধে Pakistan-র জয়, Indian Cricket Teamকে কি সুবিধা করে দিল প্রতিবেশী দেশ

মঙ্গলবার নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ বি-তে শীর্ষ স্থান ধরে রাখল পাকিস্তান। দুই ম্যাচ খেলে তাদের পয়েন্ট চার। এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করেই ফেললেন বাবররা। গ্রুপ বি-তে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড ছাড়া বাকি তিন দল হল আফগানিস্তান, নামিবিয়া এবং স্কটল্যান্ড। ভারতীয় সমর্থকরা ধরেই নিয়েছেন, এই তিন দলের বিরুদ্ধে অনায়াসে জিতবে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। তাই সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মূলত এই গ্রুপ থেকে রয়েছে এই তিন প্রধান দলই ৷

advertisement

আরও পড়ুন-ভারতীয়দের মধ্যে রিজওয়ানের নামাজ পড়া নিয়ে বিতর্কিত মন্তব্য ওয়াকার ইউনুসের

যদিও ভুলে গেলে চলবে না ৷ আফগানিস্তানও দারুণ ছন্দে রয়েছে ৷ যে কোনও দিন অঘটন ঘটানোর ক্ষমতা রাখেন রশিদ খানরাও ৷ কিন্তু সে সবে এখন মন নেই ভারতীয় সমর্থকদের ৷ সবার নজর এখন ৩১ অক্টোবর ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকেই ৷ কারণ টুর্নামেন্টে টিকে থাকতে ওই ম্যাচে জেতা ছাড়া আর কোনও উপায় নেই এখন বিরাট কোহলিদের সামনে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup: হারলেই বিদায় প্রায় নিশ্চিত ! রবিবার ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ এখন মরণ-বাঁচনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল