TRENDING:

ICC T20 World Cup: টি টোয়েন্টি বিশ্বকাপে Ind vs NZ ম্যাচে গ্যালারিতে সৌরভ,আশায় বুক বাঁধছেন বোর্ড প্রেসিডেন্ট

Last Updated:

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জয়ের লড়াইয়ে টিকে থাকতে পারবে ভারত (Indian Cricket Team) ? পাকিস্তান ম্যাচ হারার পর ঘুরে দাঁড়াতে পারবে টিম ইন্ডিয়া?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জয়ের লড়াইয়ে টিকে থাকতে পারবে ভারত (Indian Cricket Team) ? পাকিস্তান ম্যাচ হারার পর ঘুরে দাঁড়াতে পারবে টিম ইন্ডিয়া? এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ক্রীড়ামহল। গ্রুপের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের (Ind vs NZ) বিরুদ্ধে জিততে না পারলে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে বিরাট বাহিনীর। তখন শুধু বাকি তিনটি ম্যাচ থেকে যাবে নিয়মরক্ষার জন্য।
advertisement

রবিবার তাই কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া।বিসিসিআই প্রেসিডেন্ট নিশ্চিত নিউজিল্যান্ডকে হারাতে পারবে বিরাট বাহিনী। পাকিস্তান ম্যাচের পর শহরে ফিরে নিজের শুটিংয়ের কাজ শেষ করে ফের দুবাই পাড়ি দিয়েছেন সৌরভ (Sourav Ganguly)। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বোর্ড প্রেসিডেন্ট।

আরও পড়ুন - Lifestyle: হারিয়ে যাওয়া Mobile খুঁজে পাওয়ার রয়েছে অনেক উপায়, দেখুন সহজগুলো

advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) বিরাটরা নিউজিল্যান্ডকে  হারাতে পারবে কি না তার উত্তর তো সময় দেবে। তবে ম্যাচ শুরুর আগে দলের পাশে দাঁড়াচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সৌরভ জানান, "দু-একটা ম্যাচ খারাপ যেতেই পারে তবে ধারাবাহিকভাবে ভালো খেলছে ভারতীয় দল। বিরাটের টিম অনেক শক্তিশালী। আমি নিশ্চিত নিউজিল্যান্ড ম্যাচে ভালো খেলবে ভারত এবং উইলিয়ামসনের হারিয়ে দেবে।"সৌরভ বিরাটদের জয়ের ব্যাপারে যতটা নিশ্চিত হোন না কেন। পরিসংখ্যান কিন্তু উল্টো কথা বলছে।

advertisement

১৮ বছর হয়ে গেল আইসিসির কোনও টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হারাতে পারিনি টিম ইন্ডিয়া। ২০০৩ সালের শেষবার সৌরভের ভারত-নিউজিল্যান্ড কে হারিয়েছিল বিশ্বকাপের মঞ্চে। ২০১৯ একদিনের বিশ্বকাপেও সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে যেতে হয় বিরাট বাহিনীকে। সদ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। তাই পরিসংখ্যানের কাঁটা রীতিমতো ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

advertisement

আরও পড়ুন - Lightning: ১৪ বছরের পড়ুয়ার শরীরে এসে পড়ল বাজ, হাসপাতালে নিয়ে যাওয়ার পর মিরাকেল, কিন্তু কীভাবে

ভারত-পাকিস্তান ম্যাচের টিম ইন্ডিয়ার নতুন জার্সি পড়ে গ্যালারিতে উপস্থিত ছিলেন সৌরভ (Sourav Ganguly)। ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ)  ম্যাচের গ্যালারিতে সৌরভকে ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যেতে পারে। তবে সৌরভের উপস্থিতি ভারতীয় দলকে বাড়তি অ্যাড্রিনালিন ঝরাতে সাহায্য করবে কিনা তা হয়তো বোঝা মুশকিল। তবে নিউজিল্যান্ডকে না হারাতে পারলে শুধু বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে তাই নয় একাধিক প্রশ্নের সম্মুখীন হবে ভারতীয় দল (Indian Cricket Team) ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাজারদুয়ারি এলে কেন গাইড নেওয়া প্রয়োজন, যাওয়ার আগে জানুন
আরও দেখুন

ERON ROY BURMAN

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup: টি টোয়েন্টি বিশ্বকাপে Ind vs NZ ম্যাচে গ্যালারিতে সৌরভ,আশায় বুক বাঁধছেন বোর্ড প্রেসিডেন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল