Lightning: ১৪ বছরের পড়ুয়ার শরীরে এসে পড়ল বাজ, হাসপাতালে নিয়ে যাওয়ার পর মিরাকেল, কিন্তু কীভাবে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বৃষ্টি (Rain) ও তুফানের কারণে আকাশ থেকে বজ্রপাত (Lightning) হতেই পারে
ক্যানবেরা: বজ্রপাতের (Lightning) কারণে আশপাশের পুরো জায়গা জ্বলে পুড়ে খাক হয় যায়৷ গাছপালা হোক বা পশু-প্রাণী কিম্বা কোনও কিছুর ওপরেই বজ্রপাত হলে আর রক্ষে নেই৷ বৃষ্টি (Rain) ও তুফানের কারণে আকাশ থেকে বজ্রপাত হতেই পারে, আর হয়েও থাকে৷ কিন্তু বজ্রপাতের পরেও কেউ প্রাণে বেঁচে গেল এই ঘটনা সত্যিই অবিশ্বাস্য৷ এরকমই ঘটনা ঘটল অস্ট্রেলিয়ার (Australia) কুইন্সল্যান্ডে (Queensland)৷ ১৪ বছরের এক পড়ুয়ার ওপর বজ্রপাত হয়েছিল৷ যখন সে স্কুল যাচ্ছিল৷ কিন্তু তারপরেও তাঁর কিছুই হয়নি, যা নিয়ে সকলেই চমকে গিয়েছে৷ Photo- Representative
advertisement
মিডিয়া রিপোর্ট অনুযায়ি অস্ট্রেলিয়ার (Australia) কুইন্সল্যান্ডের (Queensland) বাসিন্দা ১৪ বছরের টৈলিন রোজের সঙ্গে এমন ঘটনাই ঘটেছে৷ গত শুক্রবার সে স্কুল যাচ্ছিল৷ সে সময়েই রোবিন স্টেট হাইস্কুলের বাইরে একটি স্তম্ভে বজ্রপাত (Lightning) হয়৷ এরপর সেখান থেকেই সেই পড়ুয়া তড়িদাহত হয়৷ তারপরেই অজ্ঞান হয়ে যায় ছেলেটি৷ এই ঘটনার পর কিছু মিনিট সে কিছু বুঝতে পারছিল না, কিছু অনুভবও করতে পারছিল না৷ কিছু সময় অবধি সে কিছু শুনতেও পারছিল না৷ টৈলিন যেখানে বেহুঁশ হয়ে পড়েছিল সেখানের খুব কাছেই স্কুলের গেট ছিল৷ সেখানে একটি অন্য বাচ্চার বাবা দাঁড়িয়েছিলেন৷ তিনি ওই পড়ুয়াকে ওভাবে দেখে সেখানে দৌড়ে যান৷ এরপর টৈলিনকে স্কুলের ভিতরে নিয়ে যাওয়া হয়৷ Photo- Representative
advertisement
advertisement
চিকিৎসকরা তাঁর পরীক্ষা করে দেখেন টৈলিন জুতো পরেছিল, তার জন্যেই তার প্রাণ এ যাত্রায় বেঁচে গেল৷ তার জুতোয় মোটা রবারের স্তর ছিল৷ তাই বিদ্যুৎস্পৃষ্ট হয়েও সে প্রাণে বেঁচে গেল৷ তার জুতোই সেই বিদ্যুৎ শুষে নিয়েছিল৷ তাই তার সাধারণ চোট আসা ছাড়া আর কোনও ক্ষতিই হতে পারেনি৷ তার শরীরে বেশ কয়েকটি চিহ্ন হয়ে গিয়েছিল এগুলো দিন তিনেকের মধ্যে ঠিক হয়ে যায়৷ Photo- Representative