TRENDING:

Ashwin and Rahul Chahar : কিউইদের বিরুদ্ধে অশ্বিন এবং রাহুল চাহার হতে চলেছেন ভারতের লুকোনো তাস

Last Updated:

ICC T20 World Cup Indian team management considering Ravichandran Ashwin and Rahul Chahar against New Zealand. নিউজিল্যান্ড দলে একদিকে যেমন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ডিরেল মিচেলদের মত ডানহাতি ব্যাটের আছে, তেমনই নিশাম, চ্যাপম্যান, কোনওয়েদের মত বাঁহাতি ব্যাটারও আছে। সেক্ষেত্রে রাহুল চাহার এবং রবীচন্দ্রন অশ্বিন পার্থক্য গড়ে দিতে পারেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে লজ্জার পরাজয় থেকে শিক্ষা নিচ্ছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগে কম্বিনেশন নিয়ে চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজা এবং রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী কিছু করতে পারেননি। বিশেষ করে হতাশ করেছেন বরুণ। বাবর এবং রিজওয়ান তাকে সহজেই খেলেছেন। প্রাক্তন পাকিস্তান ওপেনার সালমান বাট বলেছেন বরুণ চক্রবর্তীর মত স্পিনার পাকিস্তানি ব্যাটসম্যানদের সমস্যায় ফেলার জন্য যথেষ্ট নয়। এরকম স্পিনার পাকিস্তানের রাস্তার গলিতে পাওয়া যায়।
জোড়া স্পিনারে কিউয়ি বধের ছক কষছে ভারত
জোড়া স্পিনারে কিউয়ি বধের ছক কষছে ভারত
advertisement

আরও পড়ুন - Rohit vs Trent Boult : বোল্টের বিরুদ্ধে রাহুল, বিরাটদের পরামর্শ দিচ্ছেন হিটম্যান রোহিত

নিউজিল্যান্ড দলে একদিকে যেমন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ডিরেল মিচেলদের মত ডানহাতি ব্যাটের আছে, তেমনই নিশাম, চ্যাপম্যান, কোনওয়েদের মত বাঁহাতি ব্যাটারও আছে। সেক্ষেত্রে রাহুল চাহার এবং রবীচন্দ্রন অশ্বিন পার্থক্য গড়ে দিতে পারেন। বাঁহাতি ব্যাটারদের ক্ষেত্রে অশ্বিনকে সামলানো সহজ নয়। আর ডানহাতিদের ক্ষেত্রে রাহুল চাহারের লেগ স্পিন, গুগলি, ফ্লিপর বড় অস্ত্র হতে পারে। মাঝের কয়েকটা দিন নেটে এই দুজনকে নিয়ে আলাদা সময় দেবেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা।

advertisement

আরও পড়ুন- ভারত, পাকিস্তান সব পিছনে! তালিবানি শাসনের আফগানিস্তান বিশ্বকাপে সেরা চমক

ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) ম্যাচে তাই বেশ কিছু বড় নাম কাটা যেতে পারে এমনটাই থিঙ্কট্যাঙ্ক সূত্রে খবর৷ হার্দিক পান্ডিয়া , ভুবনেশ্বর কুমার কেন প্রথম একাদশে জায়গা পেল আর কেন অশ্বিনের মতো অভিজ্ঞ বোলার দলের বাইরে রইল সেই নিয়ে উঠছে প্রশ্ন৷ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) লম্বা সময় ধরে বোলিং করতে পারছেন না৷ কিন্তু শুধু ব্যাটসম্যান হিসেবে তিনি দলের জায়গা ধরে রাখার প্রয়োজনীয়তা বজায় রাখতে পারেননি৷ আইপিএলেও তিনি ফ্লপ ছিলেন৷

advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতের (Ind vs NZ) জয় অপরিহার্য৷ তা না হলে সেমিফাইনালে ওঠার আশা অনেকটা ফিকে হয়ে যাবে৷ ভারতীয় দলের এখন সবচেয়ে বড় চিন্তার কারণ টিম কম্বিনেশন ঠিক করা৷ এই ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে অন্তত ৩ টি বদল আসবেই৷ বরুণ চক্রবর্তীর জায়গায় তাঁকে রবিচন্দ্রন অশ্বিনের খেলার সম্ভবনা উজ্জ্বল৷ কারণ তাঁর অভিজ্ঞতা এই ধরণের মঞ্চে খুবই গুরুত্বপূর্ণ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

শার্দুল ঠাকুর নিয়ে আলোচনা চলছে। মোটকথা ভারত জানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে না পারলে, তাদের আর আশা নেই। প্রত্যাশার চাপ প্রচুর। বছর দুয়েক আগে একদিনের বিশ্বকাপে লর্ডসে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেই ছিটকে যেতে হয়েছিল ভারতকে। হারতে হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ। আবার সামনে ব্ল্যাক ক্যাপ্স। ভারতের পেছন ফিরে দেখার সুযোগ নেই।

বাংলা খবর/ খবর/খেলা/
Ashwin and Rahul Chahar : কিউইদের বিরুদ্ধে অশ্বিন এবং রাহুল চাহার হতে চলেছেন ভারতের লুকোনো তাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল