এদিকে এদিন পাকিস্তান নিউজিল্যান্ডকে বধ করায় ভারতের (Indian Cricket Team) জন্য নিউজিল্যান্ড ম্যাচ কার্যত ডু অর ডাই হয়ে গেল৷ যে দল ম্যাচ জিতবে তার টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালের আশা উজ্জ্বল হবে আর যে দল হেরে যাবে তার সেমিফাইনালের যাওয়ার স্বপ্ন কার্যত ডুবে যাবে৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩১ অক্টোবরের ম্যাচের আগে নিউজিল্যান্ড যদি পাকিস্তানকে হারাত তাহলে তারা খানিকটা হলেও ভারতের থেকে অ্যাডভানটেজ থাকত , এক তো পয়েন্টর দিক থেকে এগিয়ে যেত৷ অন্যদিকে পাকিস্তানকে হারানোয় তারা মানসিক ভাবেও চাঙ্গা থাকত৷
advertisement
আরও পড়ুন - Viral News: কোটিপতির ২৪ বছরের স্ত্রী আজ ২১ সন্তানের মা! রাশিয়ায় জোর চাঞ্চল্য
তাই নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়ে ঘুরিয়ে ভারতের (India vs New Zealand) খানিকটা হলেও অ্যাডভানটেজ পরিস্থিতি করিয়ে দিয়েছে পাকিস্তান৷
পাকিস্তান লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম পাঁচ ওভারে এক উইকেটও হারায়নি৷ তবে স্কোরিং স্লো ছিল৷ মাত্র ২৮ রান করেছিল৷ ছ ওভারে প্রথমে বল করে টিম সাউদি বাবর আজমকে ৯ রানে আউট করে দেয়৷ তাঁর এই আউট করার সঙ্গে সঙ্গে টি টোয়েন্টিতে ১০০ উইকেট নেয়৷ এরপর ফখর জমা ১১ করেন এবং ফর্মে ছিলেন না৷ মহম্মদ হাফিজ ১১ রানে একটা ছক্কা হাঁকান৷ কিন্তু ডেবান কনবে শানদার ক্যাচ ধরেন৷ নিউজিল্যান্ড ম্যাচে ফিরে আসে৷
আরও পড়ুন - Lips: হায় কপাল! সুন্দরী মহিলার ঠোঁটের শেষে ‘এই’ পরিণতি হল ব্রাজিলে, Viral Photo
ভারতের দিনে বিধ্বংসী হয়ে ওঠা ওপেনার মহম্মদ রিজওয়ান ইশ সোধির বলে আউট হন ৩৩ রানে৷ তিনি ৫ টি চার মেরেছিলেন৷ টিম শেষ পাঁচ ওভারে ৪৪ রান করে পাকিস্তান৷ আসিফ ২ টি ছক্কা মারেন৷ শেষ তিন ওভারে পাকিস্তানকে ২৪ রান করতে হত৷
ভারতের জামাই শোয়েব মালিক ২৬ ও আসিফ আলি ২৭ রান করে দলের জয় নিশ্চিত করে৷ এই জয়ের ফলে পাকিস্তান ফের দু নম্বর গ্রুপের এক নম্বর জায়গা মজবুত করে কব্জা করে নিল৷