ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। জোফ্রা আর্চার, মার্ক উড, আদিল রাশিদদের দাপুটে বোলিংয়ে ক্রিজে দাঁড়াতেই পারেনি ওমানের ব্যাটারকা। ১৩.২ ওভারে মাত্র ৪৭ রানে অলআউট হয়ে যায় ওমান। সর্বোচ্চ শোয়েব খান ১১ রান করেন। আরও কোনও ওমানের ব্যাটার দুই অঙ্কের রানে পৌছতে পারেনননি। ইংল্যান্ডের জোপ্রা আর্চার ও মার্ক উড ৩টি করে এবং আদিল রাশিদ ৪টি উইকেট নেন।
advertisement
রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। নেট রানরেট বাড়িয়ে নেওয়াটাই লক্ষ্য ছিল ব্রিটিশদের। ফিল সল্ট ১২ ও উইল জ্যাকস ৭ রান করে আউট হন। জস বাটলার অপরাজিত ২৪ ও জনি বেয়ারস্টো অপরাজিত ৮ রানের ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন। ৩.১ ওভার অর্থাৎ ১৯ বলেই ম্যাচ জিতে নেয় জস বাটলারের দল।
আরও পড়ুনঃ T20 World Cup 2024: ভারত সহ ৪ দল পৌছে গেল সুপার এইটে, বাকি ৪ দল কারা যাবে? কী বলছে পয়েন্ট টেবিল
এই জয়ের ফলে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি বল বাকি থাকতে ম্যাচ জয়ের রেকর্ড তৈরি করল ইংল্যান্ড। এর আগে ২০১৪ সালে নেদারল্যান্ডসকে ৯০ বল বাকি থাকতেই হারিয়েছিল শ্রীলঙ্কা। এবার ইংল্যান্ড ১০১ বল বাকি থাকতে ম্যাচ জিতে সেই রেকর্ড নিজেদের নামে করল।