আরও পড়ুন- ব্যাটে বল লাগেনি! আউট ছিলেন না! তা হলে কেন মাঠ ছাড়লেন ডেভিড ওয়ার্নার?
তবে পাকিস্তানের ম্যাচ হারার পাশাপাশি আরও একটা বিষয় নিয়ে এখন চর্চা হচ্ছে ৷ সেটা হল পাক ক্রিকেট বোর্ডের করা একটি ট্যুইট (Pakistan Cricket Board Wrong Tweet) ৷ পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫০০ রান পূর্ণ করেছেন ৷ সেটা ট্যুইট করতে গিয়েই বড় ভুল করে বসল পিসিবি ৷ কারণ ওই গ্রাফিক্সে বাবরের নিচে যে ক্রিকেটারদের নাম লেখা রয়েছে তাঁদের মধ্যে কেউ কেউ টি২০ ক্রিকেটই খেলেননি ৷ আবার কেউ কেউ খেললেও খুব কম ম্যাচই খেলেছেন ৷ সেখানে তাঁদের পক্ষে ‘ফাস্টেস্ট ২৫০০ রান’ করা সম্ভবই নয় ৷ তালিকায় বাবরের পাশাপাশি নাম ছিল চেতেশ্বর পূজারা, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গাভাসকর এবং বিজয় হাজারের ৷
advertisement
আন্তর্জাতিক টি২০-তে বাবর আজম ২৫০০ রান করেছেন ৬২ ইনিংসে ৷ সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের করা ওই ট্যুইটে লেখা ছিল বাবরের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন চেতেশ্বর পূজারা (৬৮ ইনিংস), সৌরভ গঙ্গোপাধ্যায় (৭৮ ইনিংস), সুনীল গাভাসকর (৮৩ ইনিংস) এবং বিজয় হাজারে (৮৯ ইনিংস) ৷ আসলে এই তালিকায় নাম যাঁদের থাকার কথা, তাঁরা হলেন বিরাট কোহলি (৬৮ ইনিংস), অ্যারন ফিঞ্চ (৭৮ ইনিংস) এবং মার্টিন গাপ্টিল (৮৩ ইনিংস) ৷ নিজেদের ভুল বুঝতে পেরে ট্যুইটটি এক ঘণ্টা পর ডিলিট করে দেওয়া হয় ৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে ৷ পিসিবি-র ট্যুইটার হ্যান্ডল থেকে করা এই ট্যুইট এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ নেটিজেনরা হেসেই অস্থির ৷