TRENDING:

T20 World Cup 2021: পাকিস্তান ক্রিকেট বোর্ড এ কী ট্যুইট করল ! ক্রিকেটপ্রেমীরা হেসেই অস্থির

Last Updated:

Pakistan Cricket Board's Incorrect Tweet goes viral: পিসিবি-র ট্যুইটার হ্যান্ডল থেকে করা এই ট্যুইট এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ নেটিজেনরা হেসেই অস্থির ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮ ওভার পর্যন্তও ম্যাচ ঝুঁকে ছিল পাকিস্তানের দিকেই (Pakistan vs Australia) ৷ কিন্তু তারপরেই কী যেন ঘটে গেল ৷ দুবাইয়ের মাঠে উপস্থিত হাজার হাজার পাকিস্তানি সমর্থকরা নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলেন না, এ কী ম্যাচ দেখলেন তারা ৷ নিশ্চিত জেতা ম্যাচ হেরে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালেই বিদায় নিতে হল পাকিস্তানকে ৷
Photo: Twitter
Photo: Twitter
advertisement

আরও পড়ুন- ব্যাটে বল লাগেনি! আউট ছিলেন না! তা হলে কেন মাঠ ছাড়লেন ডেভিড ওয়ার্নার?

তবে পাকিস্তানের ম্যাচ হারার পাশাপাশি আরও একটা বিষয় নিয়ে এখন চর্চা হচ্ছে ৷ সেটা হল পাক ক্রিকেট বোর্ডের করা একটি ট্যুইট (Pakistan Cricket Board Wrong Tweet) ৷ পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫০০ রান পূর্ণ করেছেন ৷ সেটা ট্যুইট করতে গিয়েই বড় ভুল করে বসল পিসিবি ৷ কারণ ওই গ্রাফিক্সে বাবরের নিচে যে ক্রিকেটারদের নাম লেখা রয়েছে তাঁদের মধ্যে কেউ কেউ টি২০ ক্রিকেটই খেলেননি ৷ আবার কেউ কেউ খেললেও খুব কম ম্যাচই খেলেছেন ৷ সেখানে তাঁদের পক্ষে ‘ফাস্টেস্ট ২৫০০ রান’ করা সম্ভবই নয় ৷ তালিকায় বাবরের পাশাপাশি নাম ছিল চেতেশ্বর পূজারা, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গাভাসকর এবং বিজয় হাজারের ৷

advertisement

আন্তর্জাতিক টি২০-তে বাবর আজম ২৫০০ রান করেছেন ৬২ ইনিংসে ৷ সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের করা ওই ট্যুইটে লেখা ছিল বাবরের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন চেতেশ্বর পূজারা (৬৮ ইনিংস), সৌরভ গঙ্গোপাধ্যায় (৭৮ ইনিংস), সুনীল গাভাসকর (৮৩ ইনিংস) এবং বিজয় হাজারে (৮৯ ইনিংস) ৷ আসলে এই তালিকায় নাম যাঁদের থাকার কথা, তাঁরা হলেন বিরাট কোহলি (৬৮ ইনিংস), অ্যারন ফিঞ্চ (৭৮ ইনিংস) এবং মার্টিন গাপ্টিল (৮৩ ইনিংস) ৷ নিজেদের ভুল বুঝতে পেরে ট্যুইটটি এক ঘণ্টা পর ডিলিট করে দেওয়া হয় ৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে ৷  পিসিবি-র ট্যুইটার হ্যান্ডল থেকে করা এই ট্যুইট এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ নেটিজেনরা হেসেই অস্থির ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup 2021: পাকিস্তান ক্রিকেট বোর্ড এ কী ট্যুইট করল ! ক্রিকেটপ্রেমীরা হেসেই অস্থির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল