সেরা ব্যাটসম্যানদের তালিকায় বাবর আজমকে সরিয়ে এক নম্বর স্থানে উঠে এসেছেন শুভমন গিল। অন্যদিকে সেরা বোলারদের তালিকায় শাহীন আফ্রিদিকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছেন মহম্মদ সিরাজ। শুধুমাত্র এই দুই খেলোয়াড়ই নন, সেরার তালিকায় নজর কেড়েছেন অন্যান্য ভারতীয় ক্রিকেটাররাও। সেরা ব্যাটসম্যানদের তালিকায় ৪ এবং ৬ নম্বরে রয়েছেন যথাক্রমে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। অন্যদিকে সেরা বোলারদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব।
advertisement
আরও পড়ুন – Astro Prediction on World Cup Final: সেমিফাইনালে ভারতের খেল খতম, পাকিস্তান জ্যোতিষীর চমকদার দাবি
পাশাপশি অষ্টম এবং দশম স্থানে রয়েছেন যথাক্রমে জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামি। ব্যাটিং কিংবা বোলিং ছাড়াও অলরাউন্ড পারফরমেন্সের সেরার তালিকাতেও স্থান পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। অলরাউন্ডারদের তালিকায় দশম স্থানে রয়েছেন জাদেজা। এবছর বিশ্বকাপে শুধুমাত্র ভালো পারফরম্যান্স নয়, যথারীতি অলরাউন্ড পারফরমেন্স দেখিয়েছে ভারত। শুধুমাত্র ব্যাটিং ভালো করাই নয়, পাশাপশি ধ্বংসাত্মক বোলিং অ্যাটাকও দেখিয়েছে ভারতীয় দল। সেই দলের সব বোলারের নামই রয়েছে আইসিসির সেরার তালিকায়। এই তালিকা সেমিফাইনালের আগে বাড়তি অক্সিজেন জোগাতে চলেছে ভারতীয় দলকে।
আরও পড়ুন – Earn Money: বাড়ির মাটিতেই এবার হবে পদ্ম চাষ, দিনে একাধিকবার রঙ বদল, দেবে প্রচুর মুনাফা
প্রসঙ্গত ভারতীয় দল সেমিফাইনালে কার মুখোমুখি হবে তা এখনও চূড়ান্ত নয়, যার জেরে তারা কোথায় সেমিফাইনাল খেলবে তাও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। এখনও পর্যন্ত ভারত, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করলেও চতুর্থ দল হিসেবে কারা সেমিফাইনাল খেলবে তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। ভারত যেহেতু পয়েন্ট টেবিলে শীর্ষে থেকেই গ্রুপ স্টেজ শেষ করতে চলেছে তাই তাদের প্রতিপক্ষ হিসেবে কারা খেলবে তা এখনও চূড়ান্ত হয়নি।
লড়াইতে এখনও পর্যন্ত আছে, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। একমাত্র পাকিস্তান যদি চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ওঠে তাহলেই ভারতের সাথে তাদের খেলা অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেনে। গ্রুপ স্টেজের খেলা শেষ হবার পরেই তাই চূড়ান্ত হবে খেলার ভেনু।
Sanhyik Ghosh