ঘটনাটি ঘটে ওভাল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিনে। ৪৪৪ রান তাড়া করতে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। ওপেনিং জুটিতে ৪১ রান যোগ করার একপ্রকার দুর্ভাগ্যের শিকারল হন গিল। বোল্যান্ডের বলে ক্যামেরন গ্রিন ক্যাচ ধরলেও তা মাটিতে ছুঁয়েছে কিনা তা নিয়ে তৈরি হয় বিতর্ক। আম্পায়র আউট দিলেও ভিডিও স্পষ্ট বল দুই আঙুলের ফাঁক দিয়ে মাটি স্পর্শ করেছে। বড় ম্যাচে এমন সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় বিতর্ক।
advertisement
চতুর্থ দিনের খেলা শেষে সোশ্যাল মিডিয়ায় গ্রিনের ক্যাচ নেওয়ার ছবি আর ইমোজি দিয়ে নীরব প্রতিবাদ জানিয়েছিলেন শুভমান গিল। ট্যুইটারে ছবি পোস্ট করে গিল আতসকাচ ও মাথা চাপড়ানোর ইমোজি দিয়েছেন। আর নিজের ইনস্টা স্টোরিতেও গ্রিনের ক্যাচের ছবি দিয়ে হাততালি দেওয়ার ইমোজি দেন শুভমান গিল। মাঠেও আম্পায়ারের সিদ্ধান্তের পর গিলকে বিরক্ত প্রকাশ করতে দেখা গিয়েছিল। ব্যাঙ্গাত্মক পোস্ট ছিল সেই সিদ্ধান্তের প্রতিবাদ ও বিরক্তির বহিঃপ্রকাশ।
গিলের সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার পরই অস্ট্রেলিয়ার পাক্তন অধিনায়ক বলেন, ‘গিল যা করেছে, তা একেবারেই ঠিক করেনি। সরাসরি আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেছে ও। সেই জন্য আর্থিক জরিমানা অথবা সাসপেনশনের মুখে পড়তে হতে পারে গিলকে।’ আর এবার পন্টিংয়ে আশঙ্কাই সত্যি হল। আইসিসির তরফ থেকে শুভমান গিলের ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নেওয়া হল। একে বিতর্কিত সিদ্ধান্ত, ম্যাচ হেরে যাওয়া। তারউপর পেনাল্টি। যা দেখে অনেকেই বলছেন এ যেন শুভমান গিলের কাটা ঘায়ে নুনের ছিটা।