বর্তমানে ম্যাচের আইন-শৃঙ্খলা নিয়ে খুবই কঠোর নিয়ম করেছে আইসিসি। নির্ধারিত সময়ে ইনিংস শেষ করা তার মধ্যে অন্যতম। হায়দরাবাদে কিউইদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নির্ধারিত সময়ে বোলারদের দিয়ে ৫০ ওভার শেষ করাতে পারেননি রোহিত শর্মা। সেই কারণেই শাস্তির মুখে পড়তে হয়েছে গোটা ভারতীয় দলকে। সকল ক্রিকেটারের অর্ধেকেরও বেশি ম্যাচ ফি কাটার শাস্তির হয়েছে টিম ইন্ডিয়া। যেই পরিমাণটা প্রায় ৬০ শতাংশ।
advertisement
হায়দরাবাদ ম্যাচে রেফারি ছিলেন প্রাক্তন ভারতীয় পেসার জভাগল শ্রীনাথ। ফিল্ড আম্পায়ারদের দেওয়া রিপোর্ট বিবেচনা করে শ্রীনাথ দেখেন নির্ধারিত সময়ের থেকে ৩ ওভার পিছিয়ে ছিল ভারতীয় দল। আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি'র ২০ শতাংশ হারে জরিমানা করা হবে। ভারতীয় দল ৩ ওভার পিছিয়ে থাকায় ৬০ শতাংশ জরিমানা দিতে হল সকলকে।
আরও পড়ুনঃ বিশ্বজয়ের একমাস পর মনের কথা জানালেন মেসি, কী বললেন আর্জেন্টাইন মহাতারকা
প্রসঙ্গত, প্রথম একদিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৩৪৯ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২০৮ রান করেন শুবমান গিল। রান তাড়া করতে নেমে মাইকেল ব্রেসওয়েল ১৪০ রানেক বিধ্বংসী ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। ৪ বল বাকি থাকতে ৩৩৭ রানে অলআউট হয়ে যায় কিউইরা।