বিশ্বকাপের দৌড় থেকে সেমিফাইনালে ছিটকে গিয়েছে ভারতীয় দল৷ আশাভঙ্গ হয়েছে ভারতীয় ফ্যানদের৷ সেই সময় দাঁড়িয়ে বিশ্বকাপে দেশের এই হারকে একটি ভিডিও মাধ্যমে ব্যাখ্যা করলেন বিবেক ওবেরয়৷ ভিডিওতে দেখা গিয়েছে যে এক শ্বেতাঙ্গিনী রাস্তার মাঝে হাত মেলে দাঁড়িয়েছেন৷ উল্টোদিক থেকে হেঁটে আসছেন এক শ্যামলা ব্যক্তি৷ যার পোশক নিতান্তই সাধারণ৷ অন্যদিকে কিছু দূর থেকে হেঁটে আসছেন আরও এক ব্যক্তি যার পরনে রয়েছে দামী পোশাক৷ ভিডিওটি শুরুতে মনে হবে যে বিদেশী মহিলা ওই শ্যামলা পুরুষকে আলিঙ্গন করছেন৷ কিন্তু পরে বোঝা যাবে যে তিনি ওই দামী পোশাক পরা পুরুষের জন্যই এগিয়ে গিয়েছিলেন এবং তাকেই জড়িয়ে ধরছেন৷
advertisement
এই ভিডিওটি পোস্ট করে বিবেক লিখেছেন যে ভারতীয় ভক্তদের অবস্থা ওই শ্যামলা পুরুষের মতো! ভেবেছিলেন কী আর হল কী! এতেই ক্ষোভ বেড়ছে নেটিজেনদের মধ্যে৷ একজন অভিনেতা বা পাবলিক ফিগার হিসেবে কী করে এমন দায়িত্বজ্ঞানহীন পোস্ট করেন বিবেক? এই প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷ কীভাবে ভারতীয় ভক্তদের প্রতি এমন ব্যবহার করতে পারেন তিনি? সেই প্রশ্নও উঠেছে৷ তবে বিবেক এই নিয়ে কোনও মন্তব্য করেননি৷