ইতিমধ্যেই টেস্ট বিশ্বকাপের ফাইনালে প্রথম দল হিসেবে জায়গা পাকা করেছে দক্ষিণ আফ্রিকা। তার আগেই আরও একবার দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ নিজেদের আইসিসি ট্রফির খরা কাটানোর। চ্যাম্পিয়ন্স ট্রফির দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। একদিনের বিশ্বকাপে চোটের কারণে খেলা না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরেছেন আনরিখ নকিয়া। এছাড়া তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলেই দল গড়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
advertisement
এক ঝলকে দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জরজ়ি, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, উইয়ান মুলডার, মার্কো জানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, তাবারেজ শামসি, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন এবং অনরিখ নকিয়া।
আরও পড়ুনঃ বুমরাহ-গিল-পন্থ কেউ নয়! ভারত অধিনায়ক ২৩ বছরের তরুণ! গম্ভীরের পছন্দ ঘিরে শোরগোল
প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফি ২০২৫। দক্ষিণ আফ্রিকা রয়েছে ‘বি’ গ্রুপে। দক্ষিণ আফ্রিকা ছাড়াও সেই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান। ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টেম্বা বাভুমাস হেনরিক ক্লাসেনরা।