বুমরাহ-গিল-পন্থ কেউ নয়! ভারত অধিনায়ক ২৩ বছরের তরুণ! গম্ভীরের পছন্দ ঘিরে শোরগোল

Last Updated:
ICC Champions Trophy 2025: তবে রোহিত শর্মার পর ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক কে হবে তা নিয়ে জল্পনা যেন কিছুতেই মিটছে না। সকলকে পিছনে ফেলে গম্ভীর প্রস্তাব করলেন চমকে দেওয়া নাম।
1/7
জল্পনা শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসর নিতে পারেন রোহিত শর্মা। ইতিমধ্যেই তিনি বোর্ডকে নতুন অধিনায়ক খুঁজে নেওয়ার কথা বলে দিয়েছেন। আর রোহিত অবসর না নিলেও যে টেস্ট দল থেকে তাঁর অধিনায়কত্ব ও জায়গা দুই যাবে তা একপ্রকার পাকা।
জল্পনা শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসর নিতে পারেন রোহিত শর্মা। ইতিমধ্যেই তিনি বোর্ডকে নতুন অধিনায়ক খুঁজে নেওয়ার কথা বলে দিয়েছেন। আর রোহিত অবসর না নিলেও যে টেস্ট দল থেকে তাঁর অধিনায়কত্ব ও জায়গা দুই যাবে তা একপ্রকার পাকা।
advertisement
2/7
তবে রোহিত শর্মার পর ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক কে হবে তা নিয়ে জল্পনা যেন কিছুতেই মিটছে না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল রোহিতের ছেড়ে যাওয়া অধিনায়কত্বের সিংহাসনে জসপ্রীত বুমরাহের বসাটা শুধু সময়ের অপেক্ষা।
তবে রোহিত শর্মার পর ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক কে হবে তা নিয়ে জল্পনা যেন কিছুতেই মিটছে না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল রোহিতের ছেড়ে যাওয়া অধিনায়কত্বের সিংহাসনে জসপ্রীত বুমরাহের বসাটা শুধু সময়ের অপেক্ষা।
advertisement
3/7
কিন্তু এক্ষেত্রেও সামনে আসছে বড় আপডেট। কারণ ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে কোচ গৌতম গম্ভীরের পছন্দ অন্য কাওকে।  মুম্বইয়ে বোর্ডকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে প্রধান নির্বাচক অজিত আগরকর, কোচ গৌতম গম্ভীর এবং রোহিত শর্মার। বৈঠকে নতুন অধিনায়ক নিয়েও আলোচনা করা হয়।
কিন্তু এক্ষেত্রেও সামনে আসছে বড় আপডেট। কারণ ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে কোচ গৌতম গম্ভীরের পছন্দ অন্য কাওকে। মুম্বইয়ে বোর্ডকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে প্রধান নির্বাচক অজিত আগরকর, কোচ গৌতম গম্ভীর এবং রোহিত শর্মার। বৈঠকে নতুন অধিনায়ক নিয়েও আলোচনা করা হয়।
advertisement
4/7
বৈঠকে সবার প্রথমে বুমরাহের নাম উঠে আসলেও তাঁক চোট প্রবণতা চিন্তায় রেখেছে কর্তাদের। আলোচনায় উঠে আসে ঋষভ পন্থ ও শুভমান গিলের নামও। কিন্তু সকলকে চমকে দিয়ে গৌতম গম্ভীর প্রস্তাব করেন যশস্বী জয়সওয়ালের নাম।
বৈঠকে সবার প্রথমে বুমরাহের নাম উঠে আসলেও তাঁক চোট প্রবণতা চিন্তায় রেখেছে কর্তাদের। আলোচনায় উঠে আসে ঋষভ পন্থ ও শুভমান গিলের নামও। কিন্তু সকলকে চমকে দিয়ে গৌতম গম্ভীর প্রস্তাব করেন যশস্বী জয়সওয়ালের নাম।
advertisement
5/7
ওডিআইতে অভিষেক না হলেও টেস্ট ও টি-২০ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুরন্ত পারফর্ম করেছেন যশস্বী জয়সওয়াল।  ১৯ টেস্টে তাঁর সংগ্রহ ১৭৯৮ রান। গড় ৫২.৯। জোড়া ২০০-সহ ঝুলিতে চারটি শতরান। ২৩ বছরের এই তরুণের হাতেই অধিনায়কত্ব তুলে দিতে চান গম্ভীর।
ওডিআইতে অভিষেক না হলেও টেস্ট ও টি-২০ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুরন্ত পারফর্ম করেছেন যশস্বী জয়সওয়াল। ১৯ টেস্টে তাঁর সংগ্রহ ১৭৯৮ রান। গড় ৫২.৯। জোড়া ২০০-সহ ঝুলিতে চারটি শতরান। ২৩ বছরের এই তরুণের হাতেই অধিনায়কত্ব তুলে দিতে চান গম্ভীর।
advertisement
6/7
কোচ হওয়ার পর থেকেই আগরকরদের সঙ্গে নানা বিষয়ে মত পার্থক্য হয়েছে গম্ভীরের। সাপোর্টিং স্টাফ থেকে দল নির্বাচন সবকিছুতেই নাক গলিয়েছেন গম্ভীর। তার কোচিংয়ে ভারতীয় দলের পারফরম্যান্সও একেবারে আহামরি নয়। ফলে অধিনায়ক নির্বাচনেও কতটা গম্ভীরের মতকে গুরুত্ব দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন থাকছে।
কোচ হওয়ার পর থেকেই আগরকরদের সঙ্গে নানা বিষয়ে মত পার্থক্য হয়েছে গম্ভীরের। সাপোর্টিং স্টাফ থেকে দল নির্বাচন সবকিছুতেই নাক গলিয়েছেন গম্ভীর। তার কোচিংয়ে ভারতীয় দলের পারফরম্যান্সও একেবারে আহামরি নয়। ফলে অধিনায়ক নির্বাচনেও কতটা গম্ভীরের মতকে গুরুত্ব দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন থাকছে।
advertisement
7/7
তবে আন্তর্দাতিক ক্রিকেটে নবাগত যশস্বী জয়সওয়াল। আগামীর মহাতারকা মনে করা হলেও সেভাবে এখনও অভিজ্ঞতা নেই যশস্বীর। আর এখনও তাঁর কাঁধে অধিনায়কত্বের বোঝা চাপিয়ে দিলে নিজের ব্যাটিংয়ে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
তবে আন্তর্দাতিক ক্রিকেটে নবাগত যশস্বী জয়সওয়াল। আগামীর মহাতারকা মনে করা হলেও সেভাবে এখনও অভিজ্ঞতা নেই যশস্বীর। আর এখনও তাঁর কাঁধে অধিনায়কত্বের বোঝা চাপিয়ে দিলে নিজের ব্যাটিংয়ে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
advertisement