TRENDING:

ICC Champions Trophy 2025: অভিজ্ঞ বোলার পেলেন অধিনায়কত্ব, হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

Last Updated:

ICC Champions Trophy 2025: একে একে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য দল ঘোষণা করছে একের পর এক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একে একে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য দল ঘোষণা করছে একের পর এক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশ। সবার প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছিল ইংল্যান্ড। তারপর বাংলাদেশ, আফগানিস্তান ঘোষণা করেছে তাদের দল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দিল আরও একটি দেশ।
News18
News18
advertisement

আইসিসির আরও একটি মেগা ইভেন্টের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড। দল ঘোষণায় বড় চমক দিল ব্ল্যাক ক্যাপসরা। একদিকে যেমন চ্যাম্পিয়ন্স ট্রফিকে দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ স্পিনার মিচেল স্যান্টনার। এছাড়া দলে কামব্যাক করেছেন অভিজ্ঞ তারকা ব্যাটার কেন উইলিয়ামসন।

২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর চোটের কারণে আর খেলেননি কেন উইলিয়ামসন। এবার দলের ব্যাটিংকে শক্তিশালী করতে কেনকে দলে ফেরাল ব্ল্যাক ক্যাপসরা। শুধু কেন উইলিয়ামসনই নয় প্রায় দেড় বছর পর একদিনের দলে ফিরেছেন ডেভন কনওয়ে, লরি ফার্গুসনের মত তারকারা।

advertisement

এক ঝলকে দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের স্কোয়াড: কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, টম লাথাম (উইকেটকিপার), মিচেল স্যান্টনার (অধিনায়ক),রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপ্স, ড্যারিল মিচেল, নাথান স্মিথ, লকি ফার্গুসন, বেন সিয়ার্স, উইলিয়াম ও’রুর্ক, ম্যাট হেনরি এবং মাইকেল ব্রেসওয়েল।

আরও পড়ুনঃ ICC Champions Trophy 2025: আর নয়! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন রোহিত শর্মা! জানিয়ে দিলেন বিসিসিআইকে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে নিউজল্যান্ড। সেই গ্রুপে রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হবে মেগা প্রতিযোগিতা। ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ হবে ২ মার্চ।

বাংলা খবর/ খবর/খেলা/
ICC Champions Trophy 2025: অভিজ্ঞ বোলার পেলেন অধিনায়কত্ব, হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল