গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারতীয় দল। ভারতের স্পিন অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেনি কিউই ব্যাটাররা। এবার ফের একবার ফাইনাসে স্পিন অস্ত্রেই বিপক্ষকে ঘায়েল করার ছক কষছে ভারতীয় দল। অপরদিকে, ভারতের কাছে গত ম্যাচে হারের ধাক্কা থেকে অভিজ্ঞতা নিয়ে ফাইনাল জয়ের ঘুঁটি সাজাচ্ছে ব্ল্যাক ক্যাপসরা। ভারতের স্পিন অস্ত্রেই পাল্টা বাজিমাত করতে চাইছে মিচেল স্যান্টনারের দল।
advertisement
মেগা ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। উইনিং কম্বিনেশন ভাঙবে কিনা উভয় দল তা নিয়ে চলছে চর্চা। শেষ মুহূর্তে উইকেট দেখে সিদ্ধান্ত নিতে পারে দুই দল। জানা যাচ্ছে শেষ দুটি ম্যাচ যেই উইকেটে হয়েছে তাতে হবে না ফাইনাল। ভারত-পাকিস্তান ম্যাচ যে উইকেটে হয়েছিল সেখানেই হবে ফাইনাল। কারন ১৪ দিন ধরে উইকেটটিকে গড়ে তোলার সময় পেয়েছে মাঠ কর্মীরা। স্পিনারদের পক্ষে সাহায্য থাকলেও ব্যাটারদের বদ্ধভূমি হবে না এই উইকেট।
আরও পড়ুনঃ IND vs NZ Final: ফাইনালেভারতের ব্যাটিং লাইন জানিয়ে দিলেন শুভমান গিল, চমক দিলেন সহ অধিনায়ক!
এক ঝলকে দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব / হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি।
এক ঝলকে দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: উইল ইয়ং, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইল ও রর্ক।