ফাইনালে মার্টিন গাপ্টিলের থ্রো বেন স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারি হয়ে যায় ৷ সে সময় টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গিয়েছিল ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান নিজেদের মধ্যে ক্রস করেনি ৷ দু’রানও সম্পূর্ণ হয়নি ৷ তা সত্ত্বেও ৬ রান দেন ধর্মসেনা ৷ ম্যাচ শেষপর্যন্ত ‘টাই’ হয়ে যায় ৷ স্বভাবতই প্রশ্ন উঠেছে, ওটা ৬ রান দেওয়া না হলে হয়তো নিউজিল্যান্ড ম্যাচ জিততে পারত ৷
advertisement
নিজের ভুল সিদ্ধান্ত প্রসঙ্গে অবশ্য ধর্মসেনার বক্তব্য, ‘‘ টিভি রিপ্লে দেখে কোনও কিছু মন্তব্য করা সহজ কাজ ৷ আমি মানছি যে আমার সিদ্ধান্ত ঠিক ছিল না ৷ কিন্তু মনে রাখবেন, সে সময় মাঠে টিভি রিপ্লে দেখার ব্যবস্থা ছিল না ৷ তাই নিজের সিদ্ধান্ত নিয়ে আমার কোনও অনুশোচনা নেই ৷ আইসিসি-ও এই নিয়ে আমার সমালোচনা করেনি ৷ ’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2019 9:04 AM IST