TRENDING:

'ভারতকে যে ভাবে নেতৃত্ব দিয়েছি, সে ভাবেই বোর্ড চালাবো,' বললেন সৌরভ

Last Updated:

এ দিন মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে সৌরভ বললেন, 'ধীরে ধীরে কাজ করব৷ ভারতকে যে ভাবে নেতৃত্ব দিয়েছি৷ সে ভাবেই ভারতীয় বোর্ড চালাবো৷ রঞ্জি, প্রথম শ্রেণির ক্রিকেটে নজর দেব৷ এ বারের বিশ্বকাপে ভারত ব্যর্থ হয়েছে৷ এই ব্যর্থতা আগেও এসেছে৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বোর্ড সভাপতি পদে তাঁর নাম ঘোষিত হওয়ার পরও বোর্ডের সংস্কারে জোর দিয়েছিলেন৷ বুধবার আনুষ্ঠানিক ভাবে বিসিসিআই-এর সভাপতি পদের দায়িত্বভার গ্রহণ করার পরও সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন, তিনি ধীরে ধীরে কাজ করবেন৷ বোর্ডের সংস্কার প্রয়োজন৷
advertisement

এ দিন মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে সৌরভ বললেন, 'ধীরে ধীরে কাজ করব৷ ভারতকে যে ভাবে নেতৃত্ব দিয়েছি৷ সে ভাবেই ভারতীয় বোর্ড চালাবো৷ রঞ্জি, প্রথম শ্রেণির ক্রিকেটে নজর দেব৷ এ বারের বিশ্বকাপে ভারত ব্যর্থ হয়েছে৷ এই ব্যর্থতা আগেও এসেছে৷'

একই সঙ্গে আইসিসি-র কাছ থেকে বকেয়া টাকা পাওয়া নিয়েও জানালেন সৌরভ৷ বললেন, 'আইসিসি-র থেকে বকেয়া পাবো৷ বকেয়া মূল্য কয়েক কোটি টাকা৷ সেই টাকা আদায়ের জন্য আইসিসি-র সঙ্গে কথা বলব৷'

advertisement

আরও ভিডিও: নীল পাঞ্জাবীতে সেজে অষ্টমীর সকালে পুজো মণ্ডপে সৌরভ গঙ্গোপাধ্যায়

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
'ভারতকে যে ভাবে নেতৃত্ব দিয়েছি, সে ভাবেই বোর্ড চালাবো,' বললেন সৌরভ