আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি জানিয়েছে, ২০২৮ অলিম্পিক্সে মোট ৬টি দেশ খেলে পুরুষ ও মহিবা উভয় বিভাগেই। প্রতিটি দল ১৫ জনের স্কোয়াড ঘোষণা করতে পারবে। অর্থাৎ পুরুষ ও মহিলা দল মিলিয়ে মোট ১৮০ জন ক্রিকেটার গেমস ভিলেজে থাকার সুযোগ পাবে। তবে যোগ্যতা অর্জন কী ভাবে হবে তা এখনও জানানো হয়নি। টি-২০ ফরম্যাটে হবে প্রতিযোগিতা।
advertisement
তবে কীভাবে ছটি দেশ যোগ্যতা অর্জন করেব তা নিয়ে এখনও পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির তরফ থেকে। আয়োজক দেশ হিসেবে খেলতে পারে আমেরেকি। মনে করা হচ্ছে আর বাকি ৫টি দেশ যোগ্যতা অর্জন করবে একটি নির্দিষ্ট তারিখে আইসিসি র্যাঙ্কিংয়ে ভিত্তিতে। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় আইওসি ও আইসিসি সেটাই দেখার।
আরও পড়ুনঃ KKR vs CSK: সিএসকে ম্যাচের আগে কেকেআরে যোগ দিল নতুন প্লেয়ার! কোন চমক দিল নাইটরা? জেনে নিন বিস্তারিত
প্রসঙ্গত, ১৯০০ সালে শেষবার অলিম্পিক গেমসের অন্তর্ভুক্ত হয়েছিল ক্রিকেট। সেবার গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটিমাত্র ম্যাচ আয়োজিত হয়। দু’দিনের সেই ক্রিকেট ম্যাচকে বেসরকারি টেস্ট হিসেবে চিহ্নিত করেছে আইসিসি। অবশেষে ১২৮ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এ ২২ গজের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
