TRENDING:

Hooghly News: পরপর গোল্ড মেডেল ! মাত্র ৭ বছর বয়সে নজরকাড়া সাফল্য হুগলির রক্তিমের

Last Updated:

Hooghly News: দিনে সাত ঘন্টা অনুশীলন, মাত্র সাত বছর বয়সে জাতীয় স্তরে ক্যারাটেতে পরপর দু বছর সোনা জিতল হুগলির রক্তিম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: দিনে সাত ঘন্টা অনুশীলন, মাত্র সাত বছর বয়সে জাতীয় স্তরে ক্যারাটেতে পরপর দু বছর সোনা জিতল হুগলির রক্তিম। চলতি মাসের ১৩-১৫ তারিখ উত্তরাখণ্ডের দেরাদুনে আয়োজিত হয় জাতীয় ক্যারাটে প্রতিযোগিতা। সেখানে কুমিত বিভাগে সোনা জয় করে চুঁচুড়ার রক্তিম মন্ডল। ভারতের বিভিন্ন রাজ্যের ২৮ জন প্রতিযোগি খেলায় অংশগ্রহণ করে। তার মধ্যে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে রক্তিম। আর তার এই সাফল্যে খুশি পরিবার সহ কোচ। পাড়ার ক্লাব থেকে সম্বর্ধনা দেওয়া হয়। গত বছর দিল্লিতে ২৮ টি রাজ্যের মধ্যে ন্যাশনাল প্রতিযোগিতা হয়েছিল , সেখানেও সোনা জিতেছিল রক্তিম।
advertisement

হুগলির চুঁচুড়ার ষষ্ঠী তলায় বাসিন্দা রক্তিম মন্ডল। তার বাবা ঝন্টু মার্বেল কন্ট্রাক্টার ও মা মৌমিতা গৃহবধূ। রক্তিমের বাবা যা উপার্জন করে তাই দিয়েই চলে তাদের সংসার। তবে ছেলেকে খেলাধুলায় তারা মা বাবা কোনদিনও বাধা দেয়নি ছেলেকে, বরং উৎসাহ দিয়েছেন। বর্তমানে চুঁচুড়া চকবাজার এ্যাবট শিশু হলে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে রক্তিম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ তার। স্কুলে যাওয়ার পথে স্থানীয় ক্লাবে ক্যারাটে খেলা দেখতো, তখন থেকেই তার খেলার প্রতি আগ্রহ জন্মায়। চার বছর বয়সে তার মা তাকে স্থানীয় কোচের কাছে ভর্তি করেন। কিন্তু কোভিডের কারণে এক বছর তা বন্ধ ছিল। রক্তিমের যখন পাঁচ বছর তখন স্থানীয় ক্যারাটে কোচ দিব্যেন্দু দাস এর কাছে ভর্তি করে‌ সেখানে দু’বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছে খুদে খেলোয়ার। প্রতিদিন সকাল বিকাল ৬ থেকে ৭ ঘন্টা নিয়ম করে চলে তার অনুশীলন।

advertisement

রক্তিম এর মা মৌমিতা দাস জানান,”ছেলের এই সাফল্যের জন্য পুরো কৃতিত্বই তার কোচের। কারণ তিনি ছেলেকে যেভাবে গাইড করেন তার জন্যই ছেলে আজ এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছে। ছেলে যখন খেলছিল তখন আমার কিছুটা ভয় লাগছিল, কিন্তু যখন গোল্ড পেল সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।” পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যায়। স্কুলের শিক্ষাকরাও সাহায্য করেন। রক্তিম বলে, “ক্যারাটে তে আমি গত বছরেও গোল্ড পেয়েছি, এ বছরও গোল্ড পেলাম। আগামী দিনে আরও ভাল করে খেলতে চাই।”

advertisement

আরও পড়ুনঃ Yashasvi Jaiswal Girlfriend: যেমন সুন্দর তেমন হট, ইংরেজ সুন্দরীর প্রেমে ‘পাগল’ যশস্বী! মাঠের বাইরেও ‘খেলছেন’ ভালই!

View More

রক্তিম এর কোচ দিব্যেন্দু দাস বলেন,”রক্তিম গোল্ড পেয়েছে, এটা আমার কাছে খুব গর্বের কারণ। ও খুব পরিশ্রম করে, ও যেভাবে খেলে তাতে ওকে খুব একটা বেশি শেখাতে হয় না। প্রথমে জেলা তারপর রাজ্য স্তরে খেলা হয়। রাজ্যে যে প্রথম হয় সেই একমাত্র ন্যাশনালে খেলতে পারে । রক্তিম গতবছরও দিল্লিতে কিও তে গোল্ড মেডেল পেয়েছিল। এ বছর মোট পাঁচ রাউন্ড খেলে গোল্ড মেডেল পেয়েছে। আগামী দিনে ও আরও ভাল করবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অভাবেও আটকাবে না শিক্ষা, পাঁশকুড়ার এই যুবকের কাজ জানলে অবাক হবেন আপনিও!
আরও দেখুন

রাহী হালদার

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Hooghly News: পরপর গোল্ড মেডেল ! মাত্র ৭ বছর বয়সে নজরকাড়া সাফল্য হুগলির রক্তিমের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল