TRENDING:

Angelo Mathews Timed Out: আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ! ‘টাইমড আউট’ হয়ে প্যাভিলিয়নে অ্যাঞ্জেলো ম্যাথিউজ

Last Updated:

নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সোমবার সাক্ষী থাকল ক্রিকেটের এক বিরল আউটের ৷ শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ আউট হলেন ‘টাইমড আউট’ হয়ে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: এমন আউট কেউ কোনওদিন দেখেননি ! নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সোমবার সাক্ষী থাকল ক্রিকেটের এক বিরল আউটের ৷ শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ আউট হলেন ‘টাইমড আউট’ হয়ে ৷ হ্যা অবাক লাগলেও সত্যি ৷
‘টাইমড আউট’ হয়ে প্যাভিলিয়নে অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Photo: X)
‘টাইমড আউট’ হয়ে প্যাভিলিয়নে অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Photo: X)
advertisement

ক্রিজে নামার পর এদিন কোনও বল খেলার আগেই ‘টাইমড আউট’ হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইমড আউট হলেন তিনি।

আরও পড়ুন-ঝুলিতে একটার পর একটা ব্লকবাস্টার ছবি; তা সত্ত্বেও মাত্র ১৭ বছর বয়সেই রুপোলি দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন এই অভিনেত্রী

যে হেলমেট নিয়ে প্রথমে নেমেছিলেন, সেটা ঠিকঠাক মনে করেননি ম্যাথিউজ। পরে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত ছিল না। ম্যাথিউজের পরতে অসুবিধা হচ্ছিল, কারণ হেলমেটের স্ট্র্যাপ ভাঙা  ছিল৷ কিন্তু এর মধ্যেই বেশ কিছুটা সময় কেটে যায় ৷ সেইসময়েই আম্পায়ারের কাছে আউটের আবেদন জানান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ৷ আম্পায়ার অপর আম্পায়ারের সঙ্গে পরামর্শ করার পর আউটও দিয়ে দেন ! ফলে এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল দিল্লি তথা গোটা ক্রিকেট বিশ্ব ৷

advertisement

নিয়ম অনুযায়ী, একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানকে ৩ মিনিটের (বিশ্বকাপের ম্যাচগুলিতে ২ মিনিট) মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথিউজ তা করতে পারেননি। আউট হওয়ার পর স্বভাবতই বিরক্ত দেখায় ম্যাথিউজকে ৷ কারণ এমন আউট যে তিনি হবেন, তা  বিশ্বাসই হচ্ছিল না ম্যাথিউজের ৷ দর্শকরাও এমন আউট দেখে অবাক হয়ে যান ৷ ক্রিকেটের নিয়মে ‘টাইমড আউট’ থাকলেও তা বাস্তবে যে ঘটবে, তা আজকের ম্যাচের আগে কারোরই জানা ছিল না ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Angelo Mathews Timed Out: আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ! ‘টাইমড আউট’ হয়ে প্যাভিলিয়নে অ্যাঞ্জেলো ম্যাথিউজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল