মাত্র ২৮ বছর বয়সে ঠিক কী কারণে এই ক্রিকেটারের মৃত্য়ু হল, তা অবশ্য় এখনও পরিষ্কার নয়। বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্য়মের খবর অনুযায়ী, দলের সঙ্গে গুজরাতে রঞ্জি ট্রফির ম্য়াচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সিদ্ধার্থ। এর পরেই তাঁকে বরোদার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন তিনি। একটি খেলা বিষয়ক ওয়েবসাইটের খবর অনুযায়ী, দু' সপ্তাহ ধরে ভেন্টিলেশনে ছিলেন সিদ্ধার্থ।
advertisement
আরও পড়ুন: প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও দুরন্ত জয়, মনোজ-সুদীপের ব্যাটে বরোদা বধ বাংলার
তরুণ এই ক্রিকেটারের মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্য়মন্ত্রী সুখবিন্দর সিং। হিমাচলের মুখ্য়মন্ত্রীর অফিস থেকে ট্য়ুইট করা শোকবার্তায় জানানো হয়েছে, 'হিমাচল প্রদেশের হয়ে বিজয় হাজারে ট্রফি জয়ী দলের সদস্য় এবং রাজ্য়ের তারকা জোরে বোলার সিদ্ধার্থ শর্মার মৃত্য়ুতে মুখ্য়মন্ত্রী শোকজ্ঞাপন করেছেন। মুখ্য়মন্ত্রী প্রয়াত ক্রিকেটারের শোকস্তব্ধ পরিজনদের নিজের সমবেদনা জানিয়েছেন।'
আরও পড়ুন: ঋষভ পন্থকে নিয়ে বড় খবর, হেলথ আপডেটে এল সুখবর
হিমাচল প্রদেশের হয়ে ১৩টি ম্য়াচ খেলেছিলেন সিদ্ধার্থ। এর মধ্য়ে ছ'টি প্রথম শ্রেণির, ছ'টি লিস্ট এ এবং একটি টি টোয়েন্টি ম্য়াচ। ২০১৭-১৮ মরশুমে হিমাচল প্রদেশের হয়ে রঞ্জিতে অভিষেক হয় সিদ্ধার্থের। ২০২১ সালের ডিসেম্বর মাসে বিজয় হাজারে ট্রফিতে হিমাচলের হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় এই তরুণ পেসারের। প্রথমবার বিজয় হাজারে ট্রফি জয়ী হিমাচল প্রদেশ দলের সদস্য় ছিলেন সিদ্ধার্থ। রঞ্জি ট্রফিতে সবমিলিয়ে ২৫টি উইকেট নিয়েছিলেন তিনি।
গত মাসেই হিমাচল প্রদেশের হয়ে রঞ্জি ট্রফির ম্য়াচ খেলতে ইডেন গার্ডেন্সে এসেছিলেন সিদ্ধার্থ। সেই ম্য়াচেও পাঁচ উইকেট তুলে নেন তিনি। ২০১৭ সালে বাংলার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল সিদ্ধার্থের। রঞ্জিতে সিদ্ধার্থের প্রথম উইকেটটা ছিল ঋদ্ধিমান সাহার।ঘরোয়া টি-২০ ক্রিকেটেও তাঁর প্রথম ম্যাচটা ছিল ইডেনেই।