প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও দুরন্ত জয়, মনোজ-সুদীপের ব্যাটে বরোদা বধ বাংলার
- Published by:Sudip Paul
Last Updated:
রঞ্জি ট্রফিতে বরোদার বিরুদ্ধে দুরন্ত জয় বাংলার। প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও ৭ উইকেটে জয় পেল লক্ষ্মীরতন শুক্লার দল। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স মনোজ-অনুষ্টু-সুদীপ- মুকেশ-ইশান-আকাশদীপদের।
#কলকাতা: প্রথম ইনিংসে ৭৮ রানে পিছিয়ে থেকেও রঞ্জি ট্রফিতকে বরোদারা বিরুদ্ধে দুরন্ত জয় পেল বাংলা দল। সৌজন্যে দ্বিতীয় ইনিংসে মুকেশ কুমার ও ইশান পোড়েলের দুরন্ত বোলিং ও শেষ ইনিংসে অধিনায়ক মনোজ তিওয়ারি ও সুদীপ ঘরামির অনবদ্য ব্যাটিং। ৭ উইকেটে ম্যাচ জিতে পুরো ৬ পয়েন্ট রঞ্জি ট্রফির এলিট 'এ' গ্রুপের শীর্ষে চলে গেল লক্ষ্মীরতন শুক্লার দল। ৫ ম্যাচে ৩টি জয় ও ২টি ড্র করে, ২৫ পয়েন্ট রয়েছে বাংলা দল।
কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বরোদা। ২৬৯ রান করে বিষ্ণু সোলাঙ্কির দল। বরোদার হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন জ্যোৎসনীল সিং। এছাড়া ৫২ রান করেন মাহেশ পিঠিয়া ও ৫০ রান করে পিয়ানশু মোলিয়া। প্রথম ইনিংসে বাংলার হয়ে ৪টি উইকেট নেন আকাশদীপ। এছাড়া মুকেশ কুমার ৩টি ও সায়ন মণ্ডল ২টি উইকেট নেন।
advertisement
প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলা দল। ১৯১ রানে অল আউট হয়ে যায় লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। অনুষ্টুপ মজুমদার ৯০ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত বাংলাকে। বরোদার হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন শাহজাদখান পাঠান। প্রথম ইনিংসে ৭৮ রানের বড় লিড পায় বাংলা।
advertisement
advertisement
দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে শুরু করেল দুরন্ত কামব্যাক করে বাংলা। মুকেশ কুমার ও ইশান পোড়েলদের আগুনে পেস অ্যাটাকের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে বরোদার ইনিংস। মাত্র ৯১ রানেই সাজঘরে ফির্ যায় গোটা দল। ৪টি উইকেট নেন মুকেশ কুমার ও ৩টি উইকেট নেন ইশান পোড়েল। আকাশদীপে ঝুলিতে একটি উইকেট। বাংলার টার্গেট দাঁড়ায় ১৭৭ রান।
advertisement
রানা তাড়া করতে ৫৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলা দল। চতুর্থ দিনে ম্যাচ জেতার জন্য সকলের নজর ছিল অধিনায়ক মনোজ তিওয়ারি ও সুদীপ ঘরামির দিকে। অনবদ্য ব্যাটিং করেন দুজন। ১৩৬ রানের পার্টনারশিপ করে দলকে জয় এনে দেন। ৭৬ রানে অপরাজিত থাকেন সুদীপ ঘরামি ও ৬০ রানে অপরাজিত থাকেন মনোজ তিওয়ারি। ১৭ জানুয়ারি হরিয়ানার বিরুদ্ধে পরবর্তী ম্যাচ বাংলার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2023 3:17 PM IST