ধোনির অধিনায়কত্ব কেড়ে নিতে চেয়েছিলেন কোহলি! সামনে এল বিস্ফোরক তথ্য

Last Updated:

অধিনায়কত্ব কেড়ে নেওয়ার জন্য ধোনির সঙ্গে কোহলির ঠান্ডা লড়াই ছিল এমনটা এর আগে শোনা যায়নি। এবার সেই বিস্ফোরক দাবি করলেন ভারতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর।

#মুম্বই: প্রথমে টেস্ট, তারপর একদিনের ক্রিকেট ও টি-২০। একে একে ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্বের ব্যাটনটা একসময় বিরাট কোহলির হাতে তুলে দিয়েছিলেন এমএস ধোনি। কীভাবে দলকে নেতৃত্ব দিতে হয় সেটা যে ধোনির কাছ থেকেই শিখেছেন সেকথাও বারবার জানিয়েছেন কোহলি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কোহিলর কাছে যে সবথেকে সম্মানের ও শ্রদ্ধার জায়গাটা ধোনির সেটাও সকলের জানা। কিন্তু অধিনায়কত্ব কেড়ে নেওয়ার জন্য ধোনির সঙ্গে কোহলির ঠান্ডা লড়াই ছিল এমনটা এর আগে শোনা যায়নি। এবার সেই বিস্ফোরক দাবি করলেন ভারতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর।
'Coaching Beyond- My days with the Indian Cricket Team' -এই বইটিতে শ্রীধরের দাবি অনুযায়ী টেস্ট অধিনায়ক্তব পাওয়ার পর এমএস ধোনির থেকে একদিনের দলের অধিনায়কত্ব ছিনিয়ে নিতে চেয়েছিলেন বিরাট কোহলি। আর কৌশিকের অনুলিখনে লেখা এই বইতে শ্রীধর দাবি করেছেন, '২০১৪-১৫ সালে ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিরাটকে টেস্ট দলের অধিনায়ক করা হয়। তারপর থেকেই সীমিত ওভারের ক্রিকেটেও অধিনায়ক হওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিলেন বিরাট। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয়েছিল তৎকালীন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীকে।'
advertisement
শ্রীধর বইটিতে দাবি করেছেন, সেই সময় দল দুটি ভাগে বিভক্ত হয়ে যেতে পারে অর্থাৎ দলের অনদরে দুটি আলাদা পাওয়ার সেন্টার তৈরি হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিজ্ঞ কোচ রবি শাস্ত্রী সেটা ভালোই বুঝতে পেরেছিলেন। তাই তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন কোচ রবি শাস্ত্রী। তিনি বিরাটকে বলেছিলেন, অধিনায়কত্বের পিছোনে ছুটো না। নিজের খেলায় মনোনিবেশ করো ও ধোনিকে সম্মান করো। ধোনি নিজে থেকে যখন টেস্ট অধিনায়কত্ব তোমায় ছেড়ে দিয়েছে, সময় এলে সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্বও তুমি পেয়ে যাবে।
advertisement
advertisement
আর শ্রীধরের এমন বিস্ফোরক দাবির পর স্বভাবতই ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্কের তৈরি হয়েছে। ধোনি ও কোহলি ফ্যানেরা নেট দুনিয়াতেও আলোচনা-সমালোচনা শুরু করেছেন। তবে আর শ্রীধরের দাবি কতটা সত্য তা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনে এমএস ধোনি বা বিরাট কোহলির তরফ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ধোনির অধিনায়কত্ব কেড়ে নিতে চেয়েছিলেন কোহলি! সামনে এল বিস্ফোরক তথ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement