TRENDING:

নেহার এক প্রশ্নেই বিয়ে ভাঙার উপক্রম হয়েছিল যুবির !!

Last Updated:

অভিনেত্রী নেহা ধুপিয়ার একটা প্রশ্নে চরম অস্বস্তির মুখে পড়ে গিয়েছিলেন দেশের ক্রিকেট আইকন যুবরাজ সিং ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই : আগামী ৩০ নভেম্বর বিয়ে ৷ হাতে আর মাত্র কয়েকটা দিন ৷ এইমূহূর্তে চলছে বিয়ের শেষমূহূর্তের প্রস্তুতি ৷ হঠাৎ অভিনেত্রী নেহা ধুপিয়ার একটা প্রশ্নে চরম অস্বস্তির মুখে পড়ে গিয়েছিলেন দেশের ক্রিকেট আইকন যুবরাজ সিং ৷  অভিনেত্রীর প্রশ্নের পর কী বলবেন বুঝতে না পেরে চুপই থাকলেন যুবি !
advertisement

বিয়ের ঠিক আগে কী এমন প্রশ্ন করলেন নেহা ? যাতে প্রায় বিয়ে ভাঙার উপক্রম হতে বসেছিল ? আসলে নেহা ধুপিয়ার অডিও শো #NoFilterNeha৷-তে যুবরাজকে প্রশ্ন করা হয়েছিল যে দীপিকা পাডুকোন না কিম শর্মা ? কে বেশি ভাল ‘Kisser’ ? যতোই ‘নো ফিল্টার শো’ হোক, এমন প্রশ্ন তাঁর দিকে যে ধেয়ে আসবে, তা ভাবতেও পারেননি যুবরাজ ৷ বিতর্ক এড়াতে কিছু না বলে মুখে কুলুপ আঁটারই সিদ্ধান্ত নিয়েছিলেন যুবি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যুবরাজের ‘এক্স গার্লফ্রেন্ড’-দের তালিকা অবশ্য বেশ দীর্ঘ ৷ এই তালিকায় রয়েছেন দুই বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন এবং কিম শর্মাও ৷ এই দুই অভিনেত্রীর সঙ্গে যুবরাজের সম্পর্ক নিয়েও প্রচুর গসিপ ছড়িয়েছে বাজারে ৷ কিন্তু এখন বিয়ের সময় ৷ সব কিছু রেডি ৷ ঠিক এই সময় এমন প্রশ্ন সত্যি অস্বস্তিজনক !

বাংলা খবর/ খবর/খেলা/
নেহার এক প্রশ্নেই বিয়ে ভাঙার উপক্রম হয়েছিল যুবির !!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল