পায়েল ঘোষ নামের সেই অভিনেত্রী বিয়ের প্রস্তাব দিলেন শামিকে। তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া সরগরম! বিশ্বকাপে শামির আগুন বোলিংয়ের সামনে টিকতে পারছেন না বিপক্ষ দলের ব্যাটাররা। শামি অবশ্য এখন মাঠএর লড়াই নিয়ে ব্যস্ত। পায়েলের প্রস্তাবের কোনও উত্তর তিনি দেননি।
বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহান অবশ্য কোনও পরিস্থিতিতেই চুপচাপ বসে থাকার মানুষ নন। তিনি শামি ভক্তদের ট্রোলের মুখে এবার মেজাজ হারালেন। শামি যা পারফর্ম করছেন তাতে সবাই তাঁর প্রশংসা করছেন। তবে হাসিন এখনও শামিকে লক্ষ্য করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে চলেছেন সোস্যাল মিডিয়ায়।
advertisement
আরও পড়ুন- তোমায় বিয়ে করব, যদি… শামির দ্বিতীয় বউ পায়েল? বিয়েতে কোন শর্ত বাঙালি নায়িকার!
একটি মোষের সঙ্গে সেলফি পোস্ট করেন হাসিন। ক্যাপশনে লেখেন, আমরোহার মোষ। এখন শুধু দুধ নিচ্ছি। এর পর মাংসও খাব। এমন পোস্টের পর হাসিন ট্রোলের মুখে পড়েন। শামি ভক্তরা তাঁকে যা নয় তাই বলে গালমন্দ করতে থাকেন।
হাসিন এর পর লেখেন, শামি, তোর পালতু কুকুরদের বল বাড়ির ঠিকানা ও ফোন নম্বর দিয়ে যেন আমার দিকে ধেয়ে আসে। তার পর আমি কুকুরদের দেখাচ্ছি ওদের কী করতে পারি!
আরও পড়ুন- সেমিফাইনাল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী সৌরভের! জানিয়ে দিলেন ভারত খেলবে কাদের বিরুদ্ধে
হাসিন আরও লেখেন, জানু (শামিকে বলেছেন তিনি), তোর একটা কুকুরও নিজের ঠিকানা, ফোন নম্বর জানিয়ে এসব করার সাহস নেই। ভীতু, কাপুরুষের দল সব। পরিচিতি জানিয়ে এসব করলে আমি তাদের কী করতাম সেটা দেখাতে পারতাম।