হাসান আলির শাস্তি-
হাসান আলি আইসিসির আচরণবিধির ধারা ২.৫ লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয়েছে। যে ধরণের ভাষা, অঙ্গভঙ্গি ও ব্যবহার তিনি মাঠে করেছিলেন, তার জন্য শাস্তিও পেতে হবে তাঁকে । এছাড়াও হাসান আলির শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। সেটি ২৪ মাসের মধ্যে প্রথম ভুল বলে ধরা হচ্ছে।
advertisement
হাসান আলি কুরুচিকর অঙ্গভঙ্গি করেছিলেন-
বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারে ঘটনাটি ঘটেছিল। পাকিস্তানের ফাস্ট বোলার-ব্যাটসম্যান নুরুল হাসানকে আউট করেন হাসান। কট বিহাইন্ড হয়েছিলেন তিনি। এর পরই তাঁকে বিশ্রীভাবে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেছিলেন পাকিস্তানের হাসান আলি। একইসঙ্গে ম্যাচে স্লো ওভারের জন্য বাংলাদেশ দলকে ২০ শতাংশ ফি জরিমানাও করা হয়েছিল।
হাসান আলি ভারতের জামাই-
ভারতের জামাই বলা হয় এমন পাকিস্তানি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন হাসান আলি। কারণ, তাঁর স্ত্রী শামিয়া আরজুরের শেকড় ভারতে। হাসান ২০ অগাস্ট ২০১৯-এ শামিয়াকে বিয়ে করেছিলেন। মূলত হরিয়ানার নুহ জেলার মেওয়াত এলাকার বাসিন্দা শামিয়া।
আরও পড়ুন- আজ ইডেনের গতিশীল উইকেটে পেসার আবেশ খানকে দেখতে চান গৌতম গম্ভীর
টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের সমর্থকদের কাছে ভিলেন হয়ে উঠেছিলেন হাসান আলি। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ফস্কেছিলেন তিনি। এর পর থেকেই তাঁকে ব্যাপক ভতর্সনা করেছিলেন পাক সমর্থকরা। যদিও হাসান আলির সমর্থনে এগিয়ে এসেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। তাঁদের বক্তব্য ছিল, কেউ তো আর ইচ্ছে করে ক্যাচ ফেলে না। আর এমন ক্যাচ মিস যে কেউ করতেই পারে। তাই এই ব্যাপারটা নিয়ে এত সমালোচনার কিছু নেই।