হরিয়াণা সরকারের তরফে সন্তোষকে চিকিৎসার জন্য অবশ্য পরে দু’লক্ষ টাকা দেওয়া হলেও অ্যাথলিটকে কোনও চাকরি দেওয়া হয়নি ৷ সন্তোষের পরিবার সরকারের কাছে মেয়ের চাকরির জন্য অনেকবার আবেদন করেও কোনও লাভ হয়নি ৷ জাতীয় ও রাজ্য স্তরের পাওয়ার লিফটিংয়ে সন্তোষের ৭টা সোনার পদক রয়েছে ৷ কিন্তু তাতেও জোটেনি কোনও চাকরি ৷ খেলা ছেড়ে দেওয়ার পর এখন চায়ের দোকান খুলে এখন জীবন কাটাচ্ছেন সন্তোষ ৷ শুধুমাত্র চায়ের দোকানই যথেষ্ট নয়, তাই একটি বেসরকারি সংস্থায় চাকরিও করেন সন্তোষ ৷ তাঁর বাবা রাজেন্দ্র কুমার চায়ের দোকান চালান ৷ এছাড়া ভাড়া বাড়িতেই থাকেন তাঁরা ৷ পরিবারের সদস্য সংখ্যা ৭ ৷ এত বড় পরিবারকে চালানো মোটেই সহজ কাজ নয় ৷ বলা বাহুল্য, অত্যন্ত কষ্টের মধ্যেই দিন কাটছে সন্তোষ এবং তাঁর পরিবারের ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 11, 2017 9:15 PM IST