দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতার ম্যাচে বল করছিলেন হর্ষিত রানা, ব্যাটিং করছিলেন অভিষেক পোড়েল। অভিষেক পোড়েল আউট হওয়ার পরে ফ্লাইং কিস করে সেলিব্রেট করতে যাচ্ছিলেন হর্ষিত রানা, পরক্ষণেই নিজেকে সামলে নেন কেকেআর ব্য়াটার। আউট হওয়ার আগের হর্ষিতের ওভারেই তিন বলের মধ্য়ে দু’টি বাউন্ডারি এবং একটি ছয় মারেন অভিষেক। তাই দিল্লির ব্যাটারকে আউট করার পরেই উত্তেজিত হয়ে পড়েন হর্ষিত।
advertisement
আরও পড়ুন: বৌদিকে ধর্ষণ দেওরের, শুনে স্ত্রীকে দুষে স্বামী বললেন, ‘তুমি আমার বৌ না’
কেকেআর ব্যাটার কেন সেলিব্রেশন করতে গিয়ে সামলে নিলেন নিজেকে? গত মাসে হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের ম্যাচে মায়াঙ্ককে আউট করার পরে ফ্লাইং কিস সেলিব্রেশন করেছিলেন। তার পরে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা হয়েছিল। শুধু তাই নয় সুনীল গাভাস্করও এমন আচরণের সমালোচনা করেছিলেন। এ বারও সেই ধরনের শাস্তি থেকে বাঁচার জন্যই নিজেকে সামলে নিলেন হর্ষিত রানা।