জয়ের পর সবচেয়ে আবেগঘন মুহূর্ত দেখা যায় যখন অধিনায়ক হরমনপ্রীত কউর দলের প্রধান কোচ অমোল মুজুমদারের পা স্পর্শ করে শ্রদ্ধা জানান। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়। দীর্ঘ সময় ধরে পরিশ্রম ও পরিকল্পনার ফলেই এই জয় এসেছে বলে জানান অধিনায়ক। তিনি বলেন, “স্যারের অবদান অসাধারণ। তাঁর আসার পর দল অনেক স্থিতিশীল হয়েছে এবং আমরা নিজেদের উন্নত করতে পেরেছি।”
advertisement
ফাইনালে ওপেনার শেফালি ভার্মার ঝোড়ো ৮৭ রানের ইনিংস দলের শক্ত ভিত রচনা করে দেয়। মাঝের সারিতে দীপ্তি শর্মা ব্যাট হাতে ইনিংসকে গুছিয়ে নেন এবং বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফিল্ডিংয়েও ভারতীয় মেয়েরা ছিলেন অসাধারণ। শেষদিকে হরমনপ্রীতের চমৎকার ক্যাচেই শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস এবং শুরু হয় উৎসব।
কোচ অমোল মুজুমদারও দলের এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন। তিনি বলেন, “যখন আমি দায়িত্ব নিয়েছিলাম, তখনই বুঝেছিলাম দলকে মানসিকভাবে শক্ত করতে হবে। হরমনপ্রীতের নেতৃত্ব অসাধারণ, আর মেয়েরা শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছিল নিজেদের ওপর।” তাঁর নেতৃত্বে দলটি নিয়মিত অনুশীলন, বিশ্লেষণ ও মানসিক প্রস্তুতিতে মনোযোগ দেয়।
আরও পড়ুন: ভাঙা পায়ে ভারতীয় দলের সেলিব্রেশনে যোগ! এক পায়ে নাচলেন প্রতীকা রাওয়াল, ভাইরাল ভিডিও
টুর্নামেন্টের শুরুতে টানা তিনটি ম্যাচ হারলেও দল হাল ছাড়েনি। সমালোচনার মুখেও অধিনায়ক ও কোচ স্থির থেকেছেন, খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন এবং পরিকল্পনায় অটল ছিলেন। শেষ পর্যন্ত সেই অধ্যবসায়ের ফলেই ভারতীয় নারী দল প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল, যা অমর স্মৃতি হয়ে থাকবে।
