TRENDING:

পাকিস্তানি দোকানে চাকরি, ১৫০০ টাকা রোজগার, কঠিন লড়াই পেরিয়ে আজ কোটিপতি ‘এই’ ক্রিকেটার

Last Updated:

ছোট একটি দোকানে ১২ ঘণ্টা কাজ করতেন হর্ষল প্যাটেল৷ তিনি ১৫০০ টাকা পেতেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নিলামে আরসিবি হর্ষল প্যাটেলকে ১০.৭৫ কোটি টাকায় কিনেছে৷ গত মরশুমে মাইনে হিসেবে ২০ লক্ষ টাকা পেয়েছিলেন৷ আর সেটাই এক ঝটকায় ৫০ গুণ বেড়েছে৷ আরসিবিতে এখন চকচকে তাঁর কেরিয়ার৷ কিন্তু সবকিছু এরকম ছিল না৷
harhal patel worked in perfume shop in america now earning millions in ipl 2022
harhal patel worked in perfume shop in america now earning millions in ipl 2022
advertisement

ছোট একটি দোকানে ১২ ঘণ্টা কাজ করতেন হর্ষল প্যাটেল৷ তিনি ১৫০০ টাকা পেতেন৷ তিনি একাধিক জায়গায় ‘না’ শুনেছেন৷ একবার তাঁকে আইপিএল থেকে মাঝপথে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ কিন্তু প্রতিটা পরিবর্ত পরিস্থিতির সঙ্গে লড়াই করে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন৷

আরও পড়ুন - শিখর ধাওয়ান ও ঋষি ধাওয়ান কি ভাই, উত্তাল নেট দুনিয়া, আপনি জানেন তো

advertisement

হর্ষল প্যাটেল নিজের জীবনের কাটিয়ে আসা দিনের চাঞ্চল্যকর সত্যি তুলেছেন৷ ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স’ শো তে বলেছেন৷ তাঁর পরিবার একটা সময়ে আমেরিকায় ছিল৷ তিনি এক পাকিস্তানি সুগন্ধী দোকানে কাজ করতেন৷ তিনি ১৪ বছর আগে রোজ ৩৫ ডলার অর্থাৎ ১৫০০ টাকায় কাজ করতেন৷ তাঁকে ঘরে ও বাইরে লড়াই করতেন৷

২০১৭ সালে হর্ষল প্যাটেল আরসিবিতে খেতেন তখন একদিন ড্যানিয়েল ভেত্তোরি কোচিং স্টাফরা মিলে বলেছিলেন আগামী ৪-৫ টি ম্যাচ তারা খেলবেন না৷ তাই তিনি যেন বাড়ি চলে যান৷ এরপর যখন আরসিবি যখন খারাপ খেলছিল তখন এক ম্যাচ খেলতে আসার জন্য তাঁকে মেসেজ করেছিল টিম ম্যানেজমেন্ট৷

advertisement

তিনি জানিয়েছেন ‘‘আমি ছোটবেলা বাবাকে সপ্তাহে সাতদিন কাজ করতে দেখেছি৷ ঠাণ্ডা-গরম -বৃষ্টি কখনই ছুটি নেননি৷ আমার বাবা-মা ২০০৮ সালে আমেরিকায় গিয়েছিলেন৷ তখন আমার বয়স ছিল ১৭ বছর৷ আর্থিকভাবে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম৷ ভাষা জানতাম না৷ ওখানে বছরের পর বছর শ্রমিকের কাজ করতে হয়৷ আমাকেও আমেরিকায় গিয়ে কাজ করতেই হত৷ পরিবার ও নিজের দায়িত্ব নিতে হত৷ তখন নিউ জার্সিতে এক পাকিস্তানি ব্যক্তির পারফিউমের দোকানে চাকরি করতে হত৷ ইংরাজি আসত না৷ কারণ গুজরাতি মিডিয়ামে পড়াশুনো করেছি৷ আমেরিকায় স্লগ ইংরাজি চলে না৷ আমি ধীরে ধীরে গ্যাংস্টার ইংরাজি শিখে নিই৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দিনে বারো -তেরো ঘণ্টাও কাজ করে দিনে ৩৫ ডলার পেতেন, যা আমেরিকার লাইফস্টাইলের হিসেবে প্রায় কিছুই না৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
পাকিস্তানি দোকানে চাকরি, ১৫০০ টাকা রোজগার, কঠিন লড়াই পেরিয়ে আজ কোটিপতি ‘এই’ ক্রিকেটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল