আরও পড়ুন - Bengal Ranji : বাংলার বাঘ মনোজ তিওয়ারি! মধ্যপ্রদেশের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সুদীপরা
কিন্তু পান্ডিয়া বললেন এই তুলনা অনুচিত এবং কপিল দেবের সাফল্যের ৫% পেতে পারলেই তিনি ভাগ্যবান। ভারতের জাতীয় দলের হয়ে অলরাউন্ডার হার্দিক মিডল অর্ডারের সবথেকে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ব্যাট হাতেও তিনি যেরকম নির্ভরযোগ্য বল হাতেও তিনি গুরুত্বপূর্ণ উইকেট নিতে সক্ষম।
advertisement
তার অধিনায়কত্বের ক্ষমতাও দেখিয়ে দিয়েছেন আইপিএলে, গুজরাত টাইটানসকে প্রথমবার ট্রফি জিতিয়েছেন তিনি। তার এই সাফল্যের সাথে অনেকেই ইতিমধ্যে তুলনা করতে শুরু করেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন তিনি।
তিনি কিন্তু এই অযৌক্তিক তুলনার মধ্যে নিজেকে জড়াতে চাইছেন না হার্দিক। তিনি কপিল দেবের পাঁচ শতাংশ হতে পারলে নিজেকে ধন্য মনে করবেন। তিনি বললেন বিশেষজ্ঞদের কাজ তুলনা করা, তিনি খেলাতেই মন দিতে চান। হার্দিক বললেন, আমি সন্মানের সাথে বলছি, কপিল দেবের সঙ্গে তুলনা অনুচিত।
আমি তার ধারেকাছেও আসি না। আমি সবসময় বলে এসেছি, তিনি তার যুগে যা করে এসেছেন তার পাঁচ শতাংশও আমি করে দেখাতে পারিনি। তাই আমার মনে হয় লোকজন এবং বোদ্ধাদের কাজ এসব তুলনা করা। আইপিএল এবং জাতীয় দলে বেশ কিছু বছর দুর্দান্ত পারফরম্যান্স করার পর চোটের কারণে হঠাৎ বাধা পায় তার কেরিয়ারের গতি।
দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ না পাওয়া, খারাপ পারফরম্যান্স ইত্যাদি কারণে ধীরে ধীরে সাইডলাইনে হয়ে যাচ্ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারত হেরে গেলেও ব্যাট হাতে হার্দিক যথেষ্ট ভাল পারফর্ম করেছিলেন। বল হাতে অবশ্য কিছু রান দিয়ে দিয়েছেন। কিন্তু হার্দিক পান্ডিয়া প্রতিজ্ঞা করেছেন এই ভারতীয় দক্ষিণ আফ্রিকা সিরিজ হারাবেই।