TRENDING:

Hardik Dhoni: ধোনির কাছে হেরে বিশ্বকাপের গুরু মন্ত্র নিলেন হার্দিক, লক্ষ্য এবার বিশ্বসেরা!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: আইপিএল ফাইনালে হেরে গিয়েছেন তিনি। রোমহর্ষক, নাটকীয় ম্যাচের শেষ বলে মহেন্দ্র সিং ধোনি আবার চ্যাম্পিয়ন। রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হল হার্দিক পান্ডিয়াকে। তবে অনেকেই বলছেন এবারের টুর্নামেন্টে গুজরাত চ্যাম্পিয়ন হতে না পারলেও সেরা অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গতবার প্রথম আবির্ভাবেই চ্যাম্পিয়ন করেছিলেন দলকে। আর এবার গোটা টুর্নামেন্টে অসাধারণ ক্রিকেট খেলে অল্পের জন্য ফাইনালে হার।
এভাবেই আইপিএল ফাইনাল শেষে হার্দিককে পরামর্শ দিয়েছেন ধোনি
এভাবেই আইপিএল ফাইনাল শেষে হার্দিককে পরামর্শ দিয়েছেন ধোনি
advertisement

এমনকি লিগ পর্যায়ের শেষে সবার থেকে পয়েন্ট বেশি ছিল গুজরাতের। সেই হার্দিক পান্ডিয়া অবশ্য ফাইনাল শেষে দুঃখ পেলেও হতাশ হতে রাজি নন। একটি ছবিতে দেখা গিয়েছে খেলা শেষ হয়ে যাওয়ার ১০-১৫ মিনিট পর হার্দিক এবং ধোনি মাঠের ধারে আলাদা ৫ মিনিট কথা বললেন। ধোনি হাত নেড়ে বেশ কিছু জিনিস বোঝানোর চেষ্টা করছিলেন হার্দিককে।

advertisement

আরও পড়ুন – রাহুল দ্রাবিড় চলবে না! টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ কোচ হিসেবে নাম উঠছে আশিস নেহরার

কি বোঝাচ্ছিলেন মাহি? হার্দিক পুরো রহস্য নাম ভাঙলেও বললেন, মাহি ভাই সব সময় কিছু না কিছু শিক্ষা দেন। আমি বলব না কি জানতে চেয়েছিলাম বা উনি কি বললেন। কিন্তু পুরো ব্যাপারটাই আমার নিজেকে অধিনায়ক হিসেবে উন্নত করার প্রক্রিয়া এবং বিশ্বকাপে ভারতের জার্সিতে উন্নত পারফরমেন্স করার কিছু পরামর্শ দিয়েছেন।

advertisement

আসলে অক্টোবর এবং নভেম্বর মাসে দেশের মাটিতে বসবে একদিনের বিশ্বকাপ। তাতে অধিনায়ক না হলেও ক্রিকেটার হিসেবে অন্যতম গুরুত্বপূর্ণ হবেন হার্দিক। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে ক্যাপ্টেন হার্দিক। তাই বোঝাই যাচ্ছে দুনিয়ার সেরা অধিনায়ক ধোনির থেকে শেষ বেলায় গুরুত্বপূর্ণ পরামর্শ নিতে ছাড়েননি ভারতের অলরাউন্ডার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

আইপিএল শেষ। সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানে অবশ্য হার্দিক নেই। কিন্তু যখন ভারতের জার্সিতে আবার ফিরবেন মাথায় থাকবে মহেন্দ্র সিং ধোনির দেওয়া গুরুত্বপূর্ণ পরামর্শ।

বাংলা খবর/ খবর/খেলা/
Hardik Dhoni: ধোনির কাছে হেরে বিশ্বকাপের গুরু মন্ত্র নিলেন হার্দিক, লক্ষ্য এবার বিশ্বসেরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল