TRENDING:

GT vs CSK Preview : ধোনি বনাম হার্দিক লড়াই, গুজরাতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্যে চেন্নাই

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের দুই অন্যতম কারিগর কার্স্টেন ও ধোনি। ‌আইপিএলে তাঁরা বিরোধী শিবিরে। গুজরাতের দায়িত্বে গ্যারি। আর সিএসকে’র অধিনায়ক মাহি।ঘরের মাঠে খেলার সুবিধা পাবে হার্দিক পান্ডিয়ার দল। তাঁদের লক্ষ্য খেতাব রক্ষার লক্ষ্যে শুরুটা ভাল করা। তবে বিপক্ষ দলে যখন ধোনির মতো ক্ষুরধার মস্তিষ্কের নেতা, তখন না আঁচালে বিশ্বাস নেই।
ধোনির চেন্নাই বনাম হার্দিকের গুজরাত কে করবে বাজিমাত?
ধোনির চেন্নাই বনাম হার্দিকের গুজরাত কে করবে বাজিমাত?
advertisement

অতীতে তিনি একাই ঘুরিয়ে দিয়েছেন বহু যুদ্ধের মোড়। চেন্নাইয়ের ব্যাটিংয়ের বড় ভরসা ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, মঈন আলি, বেন স্টোকস, অম্বাতি রায়াডু, ধোনি ও জাদেজা। বোলিংয়ে পেসার দীপক চাহারের সঙ্গে শ্রীলঙ্কার থিকাসানার খেলার সম্ভাবনা রয়েছে। গুজরাতে এখন যেহেতু বেশ গরম, তাই উইকেট ভাঙলে স্পিনাররা সুবিধা পাবেন। সেক্ষেত্রে মিচেল স্যান্টনারের মতো অলরাউন্ডারের খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

advertisement

গুজরাতের ব্যাটিংও বেশ শক্তিশালী। ব্যাটিং, বোলিং— দুই বিভাগেই তারকার ছড়াছড়ি। দুরন্ত ফর্মে থাকা শুভমান গিলের সঙ্গে ম্যাথু ওয়েড কিংবা ঋদ্ধিমান সাহা ইনিংসের সূচনা করতে পারেন। ডেভিড মিলার না থাকায় কেন উইলিয়ামসনের খেলার সম্ভাবনা থাকছে। রাহুল তেওয়াটিয়ার অলরাউন্ড দক্ষতাও সকলের জানা। তবে হার্দিকের সেরা অস্ত্র হতে পারেন রশিদ খান।

advertisement

শুধু স্পিনের ভেল্কি নয়, ঝোড়ো ব্যাটিংয়ে জন্য যথেষ্ট সুনাম রয়েছে আফগানিস্তান অধিনায়কের। দুই পেসারের দৌড়ে মহম্মদ সামির সঙ্গে আলজারি জোসেফ। শুক্রবার মোতেরায় ষষ্ঠদশ আইপিএলের উদ্বোধনী ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের মুখোমুখি চারবারের বিজয়ী চেন্নাই সুপার কিংস। দুই দলই প্রথম ম্যাচে জেতার ব্যাপারে আশাবাদী।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে শেষ হাসি কারা হাসে, সেটাই দেখার। গত বছর আইপিএলে আবির্ভাবেই খেতাব জিতে চমকে দিয়েছিল গুজরাত টাইটান্স। যেহেতু গতবছর দুবারের সাক্ষাতেই গুজরাতের কাছে হেরেছিল চেন্নাই তাই এবার তাদের প্রতিশোধ ম্যাচ বলাই যায়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
GT vs CSK Preview : ধোনি বনাম হার্দিক লড়াই, গুজরাতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্যে চেন্নাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল