অতীতে তিনি একাই ঘুরিয়ে দিয়েছেন বহু যুদ্ধের মোড়। চেন্নাইয়ের ব্যাটিংয়ের বড় ভরসা ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, মঈন আলি, বেন স্টোকস, অম্বাতি রায়াডু, ধোনি ও জাদেজা। বোলিংয়ে পেসার দীপক চাহারের সঙ্গে শ্রীলঙ্কার থিকাসানার খেলার সম্ভাবনা রয়েছে। গুজরাতে এখন যেহেতু বেশ গরম, তাই উইকেট ভাঙলে স্পিনাররা সুবিধা পাবেন। সেক্ষেত্রে মিচেল স্যান্টনারের মতো অলরাউন্ডারের খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
advertisement
গুজরাতের ব্যাটিংও বেশ শক্তিশালী। ব্যাটিং, বোলিং— দুই বিভাগেই তারকার ছড়াছড়ি। দুরন্ত ফর্মে থাকা শুভমান গিলের সঙ্গে ম্যাথু ওয়েড কিংবা ঋদ্ধিমান সাহা ইনিংসের সূচনা করতে পারেন। ডেভিড মিলার না থাকায় কেন উইলিয়ামসনের খেলার সম্ভাবনা থাকছে। রাহুল তেওয়াটিয়ার অলরাউন্ড দক্ষতাও সকলের জানা। তবে হার্দিকের সেরা অস্ত্র হতে পারেন রশিদ খান।
শুধু স্পিনের ভেল্কি নয়, ঝোড়ো ব্যাটিংয়ে জন্য যথেষ্ট সুনাম রয়েছে আফগানিস্তান অধিনায়কের। দুই পেসারের দৌড়ে মহম্মদ সামির সঙ্গে আলজারি জোসেফ। শুক্রবার মোতেরায় ষষ্ঠদশ আইপিএলের উদ্বোধনী ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের মুখোমুখি চারবারের বিজয়ী চেন্নাই সুপার কিংস। দুই দলই প্রথম ম্যাচে জেতার ব্যাপারে আশাবাদী।
তবে শেষ হাসি কারা হাসে, সেটাই দেখার। গত বছর আইপিএলে আবির্ভাবেই খেতাব জিতে চমকে দিয়েছিল গুজরাত টাইটান্স। যেহেতু গতবছর দুবারের সাক্ষাতেই গুজরাতের কাছে হেরেছিল চেন্নাই তাই এবার তাদের প্রতিশোধ ম্যাচ বলাই যায়।