আরও পড়ুন - শামিকে স্ট্যান্ড বাই রাখা অপমানের শামিল! ভারতের দল নির্বাচন নিয়ে অখুশি শ্রীকান্ত
মনের জোর থাকলে নিজেকে ছাপিয়ে যাওয়া সম্ভব বুঝিয়ে দিয়েছেন হার্দিক। বর্তমান ভারতীয় দলের নিউক্লিয়াস তিনি সন্দেহ নেই সানির। গাভাসকার মনে করেন ১৯৮৫ সালে অর্থাৎ ভারতের বিশ্বকাপ জয়ের দু'বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে রবি শাস্ত্রী যে ভূমিকা পালন করেছিলেন, এবার সেটাই করতে পারেন হার্দিক। সেই যোগ্যতা এবং মনের জোর তার রয়েছে।
advertisement
মানুষ হিসেবে নিজেকে বদলে ফেলেছেন। অনেক শান্ত এবং দায়িত্বশীল হয়েছেন। গাভাসকার বলেন রবি শাস্ত্রী ব্যাটে এবং বলে ওই সিরিজে কমপ্লিট পারফরম্যান্স করেছিলেন ভারতের হয়ে। একজন দক্ষ অলরাউন্ডার যা করে থাকেন। এবার হার্দিক পান্ডিয়ার কাছ থেকে এমন পারফরমেন্স প্রত্যাশা করেন সুনীল। এশিয়া কাপের ব্যর্থতা ভারতকে আঘাত দিলেও তারা সেই আঘাত থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম নিশ্চিত সানি।
হার্দিক পান্ডিয়ার ব্যাটিং পজিশন পাঁচ নম্বরে হওয়া উচিত মনে করেন সানি। অন্তত শেষ ছটা ওভার তার ব্যাট হাতে উইকেটে থাকা উচিত। আর বল হাতে চতুর্থ সিমারের কাজ করতে হবে তাকে। তাছাড়া হার্দিক দুর্ধর্ষ ফিল্ডার। তাকে পাওয়ারপ্লের সময় ইনার সার্কেলে রাখা উচিত বলছেন সানি।
রবি শাস্ত্রী নিজে মনে করেন অলরাউন্ডার হিসেবে তিনি যা করেছেন তার থেকে বেশি করার ক্ষমতা আছে হার্দিক পান্ডিয়ার। বিশেষ করে এই হার্দিক পান্ডিয়া এখন বদলে যাওয়া মানুষ। হার্দিক বিশ্বকাপে সফল হবেন এই নিয়ে সন্দেহ নেই টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচের।