ক্রিকেট এবং সিনেমার সম্পর্ক ভারতে নতুন নয়। ভিন্ন দুই ভুবনের তারকা তারা। হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া যখন দাপট দেখান ক্রিকেট মাঠে, তখন যশের দাপট চলে বক্স অফিসে। সাম্প্রতিক সময়ে ভারতের অন্যতম সফল সিনেমা কেজিএফের প্রধান চরিত্রে অভিনয় করেছেন রকি ভাই হিসেবে পরিচিত যশ।
কেজিএফের প্রথম দুই কিস্তি সফল হওয়ার পর ভক্তরা এর তৃতীয় কিস্তিও দেখতে চাচ্ছে। হয়তো ‘পান্ডিয়া ব্রাদার্স’ও সেই ভক্তদের মধ্যে আছেন। সে জন্যই যশের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন—‘কেজিএফ ৩’। যাই হোক টি-টোয়েন্টি ক্রিকেটে সদ্য ভারতের নেতা হয়েছেন হার্দিক পান্ডিয়া। শ্রীলংকা সিরিজে তাকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। এখন দেখার দক্ষিণের সুপারস্টার হিরো ইয়াশ যেমন পর্দায় ঝড় তুলেছিলেন, লঙ্কার বিরুদ্ধে হার্দিক সেটা তুলতে পারেন কিনা।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 29, 2022 10:35 PM IST