কলকাতা : ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম শোনা গিয়েছিল সচিন তেন্ডুলকরের। জল্পনা ছিল, বোর্ড সভাপতি পদে এবার দেখা যেতে পারে কপিল দেবকেও। তবে সবাইকে পেছনে ফেলে আপাতত দৌড়ে সবার আগে হরভজন সিং।
মাস্টার ব্লাস্টার আগেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। নিজে কিছু না বললেও তাঁর ব্যবস্থাপক প্রতিষ্ঠান এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রা. লি. এর পক্ষ থেকে বলা হয়েছিল, এই ধরনের গুঞ্জন মোটেই সত্যি নয়। এমন তথ্যে বিশ্বাস না রাখার অনুরোধ জানানো হয় সচিনের সংস্থার পক্ষ থেকে।
advertisement
সচিনের পর এবার সামনে এল আরেক প্রাক্তন ক্রিকেটারের নাম। তিনি হরভজন সিং। বোর্ডে প্রতিদ্বন্দ্বিতার জন্য রাজ্য সংস্থা থেকে মনোনয়ন লাগে। হরভজনকে মনোনয়ন দিয়েছে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। পাঞ্জাবে জন্মগ্রহণ করা এই ক্রিকেটার দেশের হয়ে তিন ফরম্যাটে ৩৬৭টি ম্যাচ খেলেছেন।
আরও পড়ুন- পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় শিবিরে ধাক্কা! যন্ত্রণায় ছটফট করতে দেখা গেল তারকা ব্যাটারকে!
হরভজন এখনও এই বিষয়ে কিছু জানাননি। বোর্ডের কাছে অ্যাসোসিয়েশনগুলোর প্রতিনিধির নাম জমা দেওয়ার জন্য ১২ সেপ্টেম্বর ছিল শেষ দিন। সব প্রতিনিধির তালিকা প্রকাশ করে বিসিসিআই। এখন যা পরিস্থিতি তাতে সবার থেকে এগিয়ে ভাজ্জি। অনেকে মনে করেছিলেন, বোর্ডের পদে প্রত্যাবর্তন হতে পারে সৌরভের। তবে সেরকম কিছুই হচ্ছে না। ফলে গুরু সৌরভের বদলে শিষ্য ভাজ্জির এখন বোর্ড প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা সবার থেকে বেশি।
সভাপতি, সহসভাপতি, সচিব, যুগ্ম সচিব ও কোষাধ্যক্ষ পদে নির্বাচনের জন্য প্রার্থীরা ২১ ও ২২ সেপ্টেম্বর বোর্ডের কাছে নাম দেবেন। নাম জমা দেওয়া প্রার্থীদের মধ্যে যাঁরা নির্বাচক করতে ইচ্ছুক নন, তারা পরের দিন বোর্ডকে সেই সিদ্ধান্ত জানাতে পারবেন।
আইপিএলের বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমাল। প্রশাসক হিসেবে তিনি প্রায় ৬ বছর অতিবাহিত করতে চলেছেন। ফলে তাঁকে চেয়ারম্যানের পদটি ছেড়ে বাধ্যতামূলক ‘কুলিং পিরিয়ডে’ যেতে হচ্ছে। এই পদে আসতে পারেন ভারপ্রাপ্ত হিসেবে বোর্ড সভাপতির দায়িত্ব পালন করতে থাকা রাজীব শুক্লা। আইপিএল চেয়ারম্যান হতে পারেন রাজীব শুক্লা অথবা এমসিএর প্রাক্তন সচিব সঞ্জয় নায়েক। শুক্লা যদি আইপিএল চেয়ারম্যান হয়ে যান, তাহলে তাঁর জায়গায় সহসভাপতি হতে পারেন বিহার ক্রিকেট সংস্থার প্রধান ও বিজেপি নেতা রাকেশ তিওয়ারি।