২০১৬ সালে 'লক'-এ নিজের শেষ কাজ করেছিলেন তিনি। মাঝে দুই সন্তানের মা হন গীতা। তবে বর্তমানে হরভজন সিং সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় পরিবারকে বেশি সময় দিতে পারছেন। বাচ্চাদের দায়িত্ব নিতেও প্রস্তুত ভাজ্জি। সেই কারণেই ফের কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন গীতা। 'নোটারি' ছবির হাত ধরে কামব্য়াক করতে চলেছেন তিনি।
advertisement
তবে তার এই অভিনয় জগতে কামব্য়াকের জন্য় যাবতীয় কৃতিত্ব হরভজন সিংকেই দিয়েছেন গীতা বসরা। হরভজন মেয়ে হিনায়া ও ছেলে জোভানের দায়িত্ব নিতে রাজি হওয়ায় ফের কাজের জগতে ফিরতে পেরেছেন বলে জানিয়েছেন গীতা। কাদেরল জগতে ফেরার আনন্দ থাকলেও সন্তানদের তিনি খুব মিস করছেন বলেও জানিয়েছেন হরভজন সিংয়ের স্ত্রী।
এক সাক্ষাৎকারে গীতা বলেছেন,মাতৃত্ব আমাকে বদলে দিয়েছে। আমি মেয়ে হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আপাতত আর কাজ করব না। ওর তখন সাড়ে ছ'মাস বয়স ছিল। ওর সঙ্গে প্রতিটি দিন থাকতাম। জোভানের জন্যও একই কথা প্রযোজ্য। জোভান আমার সঙ্গেই যাবে। ভাজ্জি যেহেতু সবসময় ট্র্যাভেল করত, সেহেতু আমি ঠিক করেছিলাম যে, একজন বাড়ি থাকবে, আমিই থাকতাম।
এছাড়াও হরভজন সিংয়ের প্রশংসা করে গীতা বলেছেন, হরভজন দারুণ বাবা। মেয়ে এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। সোম-শুক্র স্কুলেই থাকবে। বাচ্চাদের সঙ্গে ভাজ্জির দারুণ মেলবন্ধন। একদমই এই নিয়ে চিন্তিত নই আমি। ভাজ্জি পুরোটার দায়িত্ব নেওয়াতেই এটা সম্ভব হয়েছে। আমি কাজে ফেরায় ভাজ্জিও খুব খুশি।'